বোলপুর, ২১ ফেব্রুয়ারি : নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, কর্মসচিব ও অধ্যাপিকাকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত। পাশাপাশি, ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অরবিন্দ মিশ্র।
১৯৯৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তপশিলি জাতি ও উপজাতি সংরক্ষণের আওতায় মুক্তি দেব নামে এক অধ্যাপিকাকে নিয়োগ করা হয়েছিল। ২০০২ সালে তিনি গবেষণার জন্য আবেদন করেন। তখনই জানা যায় ওই অধ্যাপিকার স্নাতক ও স্নাতকোত্তরের সব শংসাপত্র ভুয়ো। অথচ শংসাপত্রগুলিতে সই রয়েছে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য দিলীপ সিংহ ও কর্মসচিব দিলীপ মুখার্জির। ২০০৪ সালে তৎকালীন কর্মসচিব সুনীল সরকার এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ৪৬৬, ৪৬৭, ৪৬৯, ৪৭১, ৪৭৪ ধারায় মামলা রুজু করা হয়। CID ঘটনার তদন্ত শুরু করে। পরে ১২০ বি ধারা যোগ করা হয়। গতকাল এই মামলায় অভিযুক্তদের দোষীসাব্যস্ত করেন ACJM অরবিন্দ মিশ্র। আজ দোষীদের পাঁচ বছরের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
এবিষয়ে প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ বলেন, "আইনজীবীদের সঙ্গে কথা বলব। তাঁদের পরামর্শ মতো উচ্চ আদালতে যাব।" যদিও উচ্চ আদালতে যাওয়ার জন্য দোষীদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক অরবিন্দ মিশ্র।
