ETV Bharat / state

Visva Bharati Agitation : কৃষিবিজ্ঞান বিভাগে আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর আধিকারিকেরা - Santiniketan

এদিন কেন্দ্রীয় গ্রন্থাগারে চলছিল ভর্তি প্রক্রিয়া। সেখানে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। কিন্তু পড়ুয়াদের দাবি না মানায় এদিন সন্ধ্যা থেকে অ্যাডমিশন সেলে বিশ্বভারতী কর্মী-আধিকারিকদের ঘেরাও করে চলছে বিক্ষোভ।

Visva Bharati agitation
কৃষিবিজ্ঞান বিভাগে আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর আধিকারিকেরা
author img

By

Published : Nov 12, 2021, 10:57 PM IST

শান্তিনিকেতন, ১২ নভেম্বর : কৃষিবিজ্ঞান বিভাগের আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর অ্যাডমিশন সেলের কর্মী-আধিকারিকরা ৷ সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছিল বিক্ষোভ ৷ সন্ধ্যা থেকে শুরু হয় ঘেরাও বিক্ষোভ। যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের দাবি মানবে ততক্ষণ চলবে এই ঘেরাও, জানান আন্দোলনকারী পড়ুয়ারা ৷

অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সংরক্ষণ রয়েছে ৷ কিন্তু বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিজ্ঞান বিভাগে স্নাতক থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে আভ্যন্তরীণ পড়ুয়াদের কোনও সংরক্ষণ নেই ৷ বিশ্বভারতীর অন্যান্য বিভাগেও এই আভ্যন্তরীণ সংরক্ষণ চালু রয়েছে। স্বাভাবিকভাবে কৃষিবিজ্ঞান বিভাগেও আভ্যন্তরীণ সংরক্ষণ চালুর দাবিতে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় কার্যালয়েই রয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতর ৷

অন্যদিকে কেন্দ্রীয় গ্রন্থাগারে চলছিল ভর্তি প্রক্রিয়া। সেখানে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। কিন্তু পড়ুয়াদের দাবি না মানায় এদিন সন্ধ্যা থেকে অ্যাডমিশন সেলে বিশ্বভারতী কর্মী-আধিকারিকদের ঘেরাও করে চলছে বিক্ষোভ ৷ রাতভর চলবে এই বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন পড়ুয়ারা ৷ কারণ এই সংরক্ষণ চালু হলে কমপক্ষে ৫০ জন পড়ুয়া স্নাতকোত্তরে ভর্তি হতে পারবেন বলে জানান আন্দোলনকারীরা ৷

কৃষিবিজ্ঞান বিভাগে আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর আধিকারিকেরা

আরও পড়ুন : বোলপুরে মেডিক্যাল কলেজ, খুশি অনুব্রত

কৃষিবিজ্ঞান বিভাগের পড়ুয়া অনিক কুণ্ডু বলেন, "আমরা বহুবার উপাচার্যকে চিঠি দিয়ে আবেদন করেছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই আজ বিক্ষোভ শুরু করেছি ৷ আমাদের দাবি না মানা পর্যন্ত এই ঘেরাও বিক্ষোভ চলবে ৷ বরং আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ৷"

শান্তিনিকেতন, ১২ নভেম্বর : কৃষিবিজ্ঞান বিভাগের আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর অ্যাডমিশন সেলের কর্মী-আধিকারিকরা ৷ সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছিল বিক্ষোভ ৷ সন্ধ্যা থেকে শুরু হয় ঘেরাও বিক্ষোভ। যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের দাবি মানবে ততক্ষণ চলবে এই ঘেরাও, জানান আন্দোলনকারী পড়ুয়ারা ৷

অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সংরক্ষণ রয়েছে ৷ কিন্তু বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিজ্ঞান বিভাগে স্নাতক থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে আভ্যন্তরীণ পড়ুয়াদের কোনও সংরক্ষণ নেই ৷ বিশ্বভারতীর অন্যান্য বিভাগেও এই আভ্যন্তরীণ সংরক্ষণ চালু রয়েছে। স্বাভাবিকভাবে কৃষিবিজ্ঞান বিভাগেও আভ্যন্তরীণ সংরক্ষণ চালুর দাবিতে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় কার্যালয়েই রয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতর ৷

অন্যদিকে কেন্দ্রীয় গ্রন্থাগারে চলছিল ভর্তি প্রক্রিয়া। সেখানে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। কিন্তু পড়ুয়াদের দাবি না মানায় এদিন সন্ধ্যা থেকে অ্যাডমিশন সেলে বিশ্বভারতী কর্মী-আধিকারিকদের ঘেরাও করে চলছে বিক্ষোভ ৷ রাতভর চলবে এই বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন পড়ুয়ারা ৷ কারণ এই সংরক্ষণ চালু হলে কমপক্ষে ৫০ জন পড়ুয়া স্নাতকোত্তরে ভর্তি হতে পারবেন বলে জানান আন্দোলনকারীরা ৷

কৃষিবিজ্ঞান বিভাগে আভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে ঘেরাও বিশ্বভারতীর আধিকারিকেরা

আরও পড়ুন : বোলপুরে মেডিক্যাল কলেজ, খুশি অনুব্রত

কৃষিবিজ্ঞান বিভাগের পড়ুয়া অনিক কুণ্ডু বলেন, "আমরা বহুবার উপাচার্যকে চিঠি দিয়ে আবেদন করেছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ তাই আজ বিক্ষোভ শুরু করেছি ৷ আমাদের দাবি না মানা পর্যন্ত এই ঘেরাও বিক্ষোভ চলবে ৷ বরং আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.