বোলপুর, 16 মার্চ : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি তিন যুবক । তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । জানা গিয়েছে, হায়দরাবাদ ও চেন্নাই থেকে কাজ সেরে সদ্য বাড়ি ফিরেছিলেন তাঁরা ।
তাঁদের মধ্যে দু'জন বীরভূমের ইলামবাজারের ও একজন লাভপুরের । আজ জ্বর ও কাশি নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য যান তাঁরা । হায়দরাবাদ ও চেন্নাইয়ে শ্রমিকের কাজ করেন । সদ্য সেখান থেকে কাজ সেরে বাড়ি ফিরেছেন তাঁরা । কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে । তাঁদের নমুনা সংগ্রহ করে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তীর্থঙ্কর চন্দ্র বলেন, "তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভরতি আছেন । তাদের যাবতীয় পরীক্ষা করা হচ্ছে ।" এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বোলপুরে ।