ETV Bharat / state

Subrata Dutta: 'প্রয়োজন হলে বোম মারতে হবে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেবে কংগ্রেস' ! হুঁশিয়ারি নেত্রীর - গুলি

পুলিশকে বোম মারার, গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার নিদান দিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের (West Bengal Pradesh Mahila Congress) সভানেত্রী (President) সুব্রতা দত্ত (Subrata Dutta) ৷ শনিবার বীরভূমের (Birbhum) হাঁসন বিধানসভা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের (Sahapur Gram Panchayat) বেসিক মোড়ে আয়োজিত পথসভায় তাঁর মন্তব্য ঘিরে ছড়াল নয়া বিতর্ক ৷

congress leader Subrata Dutta says they will shoot police if necessary
Subrata Dutta: 'প্রয়োজন হলে বোম মারতে হবে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেবে কংগ্রেস' ! হুঁশিয়ারি নেত্রীর
author img

By

Published : Nov 26, 2022, 2:04 PM IST

সাহাপুর (বীরভূম), 26 নভেম্বর: 'কেষ্টহীন' বীরভূমে আবারও কুকথা ! এবার আর শাসকদলের কোনও নেতা, কর্মী নন ৷ পুলিশকে বোম মারার, গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের (West Bengal Pradesh Mahila Congress) সভানেত্রী (President) সুব্রতা দত্ত (Subrata Dutta) ৷ বললেন, "শুধু এইখানে গুলি করব না ৷ পুলিশকে সারা বডিতে ঝাঁঝরা করে দেব !" নেত্রীর এমন ভাষণ শুনে 'উত্তেজিত' হয়ে হাততালি দিয়ে ওঠেন উপস্থিত কংগ্রেস কর্মীরা ৷

শনিবার বীরভূমের (Birbhum) হাঁসন বিধানসভা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের (Sahapur Gram Panchayat) বেসিক মোড়ে একটি পথসভার আয়োজন করে কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানে বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রতা ৷ ভাষণে রাজ্যের পুলিশকর্মীদের আচরণ নিয়ে সরব হন সুব্রতা ৷ তিনি বলেন, "পুলিশকে বোম মারার দরকার হলে মারতেই হবে ! ভাইপো যদি বলতে পারেন, এইখানে গুলি করতাম ! কী ? বলেছিলেন তো ? টিভি-তে শুনেছেন তো সকলে ? আমরা বলছি, শুধু এইখানে গুলি করব না ৷ পুলিশকে সারা বডিতে ঝাঁঝরা করে দেব !"

কংগ্রেস নেত্রীর হুমকি !

আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

স্বাভাবিকভাবেই কংগ্রেস নেত্রীর এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে পুলিশকে বোম মারার নিদান দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার (WB Cattle Smuggling Scam) কাণ্ডে শাসকদলের সেই বাহুবলী নেতা এখন শ্রীঘরে ৷ তাঁর অনুপস্থিতিতে লালমাটির জেলায় নির্বাচনী প্রচারে কোমর বেঁধেছে প্রধান বিরোধী বিজেপি ৷ পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে জেলায় হাজির হচ্ছেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদারদের মতো হেভিওয়েটরা ৷ যা নিয়ে তৃণমূল শিবিরও যে কিছুটা চিন্তিত, তা মুখে না স্বীকার করলেও অনুব্রতর নির্দেশেই স্পষ্ট ৷ শুক্রবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বাইরে দাঁড়িয়ে 'কেষ্ট' তাঁর অনুগামীদের নির্দেশ দিয়েছেন, যেখানে যেখানে 'ফাটাকেষ্ট' সভা করবেন, সেখানে সেখানে তৃণমূলকেও পালটা সভা করতে হবে !

তৃণমূল-বিজেপি-এর এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই এবার আসরে কংগ্রেস ৷ ভোটের আগে প্রচারে নেমে নতুন বিতর্ক তৈরি করলেন তাদের দলের নেত্রীও ৷ উল্লেখ্য, বিজেপি-এর নবান্ন অভিযানের দিন গুরুতর জখম হন পুলিশের এক আধিকারিক ৷ এর জন্য বিজেপি-এর নেতা-কর্মীদেরই দায়ী করা হয় সরকার পক্ষের তরফে ৷ এসএসকেএম-এ সেই পুলিশ আধিকারিককে দেখতে গিয়ে তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মন্তব্য করেছিলেন, পুলিশের জায়গায় তিনি হলে হামলাকারীদের 'এইখানে' গুলি করতেন ! এই মন্তব্য করার সময় ডানহাতের তর্জনী দিয়ে নিজের কপাল নির্দেশ করেছিলেন অভিষেক ! অর্থাৎ, বিক্ষোভকারীদের কপালে গুলি করার নিদান দিয়েছিলেন তিনি ! তারই পালটা হিসাবে এদিন পুলিশকেই 'গুলিতে ঝাঁঝরা' করে দেওয়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের সুব্রতা ! কার্যত দিলেন 'বোম মারা'র নির্দেশও !

সুব্রতা যখন এইসব মন্তব্য করছেন, তখনই একই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ ৷ কিন্তু, এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি ৷

সাহাপুর (বীরভূম), 26 নভেম্বর: 'কেষ্টহীন' বীরভূমে আবারও কুকথা ! এবার আর শাসকদলের কোনও নেতা, কর্মী নন ৷ পুলিশকে বোম মারার, গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের (West Bengal Pradesh Mahila Congress) সভানেত্রী (President) সুব্রতা দত্ত (Subrata Dutta) ৷ বললেন, "শুধু এইখানে গুলি করব না ৷ পুলিশকে সারা বডিতে ঝাঁঝরা করে দেব !" নেত্রীর এমন ভাষণ শুনে 'উত্তেজিত' হয়ে হাততালি দিয়ে ওঠেন উপস্থিত কংগ্রেস কর্মীরা ৷

শনিবার বীরভূমের (Birbhum) হাঁসন বিধানসভা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের (Sahapur Gram Panchayat) বেসিক মোড়ে একটি পথসভার আয়োজন করে কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানে বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রতা ৷ ভাষণে রাজ্যের পুলিশকর্মীদের আচরণ নিয়ে সরব হন সুব্রতা ৷ তিনি বলেন, "পুলিশকে বোম মারার দরকার হলে মারতেই হবে ! ভাইপো যদি বলতে পারেন, এইখানে গুলি করতাম ! কী ? বলেছিলেন তো ? টিভি-তে শুনেছেন তো সকলে ? আমরা বলছি, শুধু এইখানে গুলি করব না ৷ পুলিশকে সারা বডিতে ঝাঁঝরা করে দেব !"

কংগ্রেস নেত্রীর হুমকি !

আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

স্বাভাবিকভাবেই কংগ্রেস নেত্রীর এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে পুলিশকে বোম মারার নিদান দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার (WB Cattle Smuggling Scam) কাণ্ডে শাসকদলের সেই বাহুবলী নেতা এখন শ্রীঘরে ৷ তাঁর অনুপস্থিতিতে লালমাটির জেলায় নির্বাচনী প্রচারে কোমর বেঁধেছে প্রধান বিরোধী বিজেপি ৷ পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে জেলায় হাজির হচ্ছেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদারদের মতো হেভিওয়েটরা ৷ যা নিয়ে তৃণমূল শিবিরও যে কিছুটা চিন্তিত, তা মুখে না স্বীকার করলেও অনুব্রতর নির্দেশেই স্পষ্ট ৷ শুক্রবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বাইরে দাঁড়িয়ে 'কেষ্ট' তাঁর অনুগামীদের নির্দেশ দিয়েছেন, যেখানে যেখানে 'ফাটাকেষ্ট' সভা করবেন, সেখানে সেখানে তৃণমূলকেও পালটা সভা করতে হবে !

তৃণমূল-বিজেপি-এর এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই এবার আসরে কংগ্রেস ৷ ভোটের আগে প্রচারে নেমে নতুন বিতর্ক তৈরি করলেন তাদের দলের নেত্রীও ৷ উল্লেখ্য, বিজেপি-এর নবান্ন অভিযানের দিন গুরুতর জখম হন পুলিশের এক আধিকারিক ৷ এর জন্য বিজেপি-এর নেতা-কর্মীদেরই দায়ী করা হয় সরকার পক্ষের তরফে ৷ এসএসকেএম-এ সেই পুলিশ আধিকারিককে দেখতে গিয়ে তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মন্তব্য করেছিলেন, পুলিশের জায়গায় তিনি হলে হামলাকারীদের 'এইখানে' গুলি করতেন ! এই মন্তব্য করার সময় ডানহাতের তর্জনী দিয়ে নিজের কপাল নির্দেশ করেছিলেন অভিষেক ! অর্থাৎ, বিক্ষোভকারীদের কপালে গুলি করার নিদান দিয়েছিলেন তিনি ! তারই পালটা হিসাবে এদিন পুলিশকেই 'গুলিতে ঝাঁঝরা' করে দেওয়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের সুব্রতা ! কার্যত দিলেন 'বোম মারা'র নির্দেশও !

সুব্রতা যখন এইসব মন্তব্য করছেন, তখনই একই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ ৷ কিন্তু, এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.