ETV Bharat / state

বেতন বকেয়া, বিশ্বভারতীর উপাচার্য-কর্মসচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের - complain lodge against visvabharati vc

জুন মাসের বেতন এখনও পাননি বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরা । এই নিয়ে একাধিকবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠিও দেওয়া হয়েছে । এমনকি, এখনও জুন মাসের টাকা পাননি পেনশনভোগীরা । ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও । পেনশনভোগীরাও বকেয়ার দাবিতে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দেন । কিন্তু, এখনও মেলেনি জুন মাসের পেনশন ।

VisvaBharati
VisvaBharati
author img

By

Published : Jul 10, 2021, 10:35 PM IST

শান্তিনিকেতন, 10 জুলাই : এখনও জুনের বেতন পাননি বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকেরা । তাই শনিবার শান্তিনিকেতন থানায় উপাচার্য, কর্মসচিব ও অ্যাকাউন্ট অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল । অভিযোগ করেন গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে শৈলেন মিশ্র ।

জুন মাসের বেতন এখনও পাননি বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরা । এই নিয়ে একাধিকবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠিও দেওয়া হয়েছে । এমনকি, এখনও জুন মাসের টাকা পাননি পেনশনভোগীরা । ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও । পেনশনভোগীরাও বকেয়ার দাবিতে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দেন । কিন্তু, এখনও মেলেনি জুন মাসের পেনশন ।

আরও পড়ুন : ডিপিএলের জমি বিক্রির পথে রাজ্য, দোষ কেন শুধু কেন্দ্রের ?

যদিও, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে 15 জুলাইয়ের পর জুন মাসের বেতন দেওয়া হবে ৷ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধ রাখা হয়েছে কেন? এই অভিযোগে সরব হয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি । এপিডিআরের পক্ষে শৈলেন মিশ্র বলেন, " বিশ্বভারতীতে গণতন্ত্র নেই । বেতন বকেয়া রয়েছে । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে বেতন বন্ধ করে রেখেছেন । তাই আমি অভিযোগ দায়ের করেছি । "

শান্তিনিকেতন, 10 জুলাই : এখনও জুনের বেতন পাননি বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকেরা । তাই শনিবার শান্তিনিকেতন থানায় উপাচার্য, কর্মসচিব ও অ্যাকাউন্ট অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল । অভিযোগ করেন গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে শৈলেন মিশ্র ।

জুন মাসের বেতন এখনও পাননি বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরা । এই নিয়ে একাধিকবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠিও দেওয়া হয়েছে । এমনকি, এখনও জুন মাসের টাকা পাননি পেনশনভোগীরা । ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও । পেনশনভোগীরাও বকেয়ার দাবিতে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দেন । কিন্তু, এখনও মেলেনি জুন মাসের পেনশন ।

আরও পড়ুন : ডিপিএলের জমি বিক্রির পথে রাজ্য, দোষ কেন শুধু কেন্দ্রের ?

যদিও, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে 15 জুলাইয়ের পর জুন মাসের বেতন দেওয়া হবে ৷ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধ রাখা হয়েছে কেন? এই অভিযোগে সরব হয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি । এপিডিআরের পক্ষে শৈলেন মিশ্র বলেন, " বিশ্বভারতীতে গণতন্ত্র নেই । বেতন বকেয়া রয়েছে । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে বেতন বন্ধ করে রেখেছেন । তাই আমি অভিযোগ দায়ের করেছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.