ETV Bharat / state

Trinamool Congress: সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক

Lok Sabha Elections 2023: তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই বীরভূম লোকসভা আসনে সেখানকার সাংসদ শতাব্দী রায় আবার প্রার্থী হতে চলেছেন বলে জানিয়েছেন ওই জেলার হেভিওয়েট নেতা তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 1:04 PM IST

Updated : Nov 10, 2023, 1:46 PM IST

সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক

সাঁইথিয়া, 10 নভেম্বর: আর কয়েকমাস পরই লোকসভা নির্বাচন৷ ফলে বিভিন্ন রাজনৈতিক দলে প্রস্তুতিও শুরু হয়েছে ৷ কিন্তু কোনও দলই এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি ৷ কারও নাম ঘোষণাও হয়নি ৷ তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয় ৷ তার পরও বীরভূম লোকসভা আসনে শতাব্দী রায়ের নাম ঘোষণা করে দিলেন ওই জেলার হেভিওয়েট তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের কি এতে সম্মতি আছে ? যদি সম্মতি না থাকে, তাহলে কীভাবে তিনি এই ঘোষণা করলেন ?

উল্লেখ্য, বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনী ছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ সেখানেই সাংসদকে পাশে বসেই কার্যত 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে শতাব্দীর নাম ঘোষণা করে দেন মন্ত্রী ৷

Trinamool Congress
বিজয়া সম্মিলনীর মঞ্চে ভাষণ দিচ্ছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

চন্দ্রনাথ সিনহা বলেন, "2014 সালে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ করেনি ৷ 2019 সালেও তাই ৷ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে । তবে আগামী লোকসভায় বীরভূম জেলার মানুষ হিসেবে আমার দুটো আসল উপহার দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে । এখানে আপনাদের সাংসদ শতাব্দী বসে আছেন । তাঁকে আগামীতে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে সাঁইথিয়া শহর তৃণমূলের শহর ।"

Trinamool Congress
বীরভূমের সাংসদ শতাব্দী রায়

বীরভূম লোকসভা আসনে শতাব্দী প্রথমবার জেতেন 2009 সালে ৷ তার পর দু’বার (2014 ও 2019) তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ দু’বারই তিনি জিতেছেন ৷ এবারও হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরই ভরসা রাখবে ৷ কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনীতিতে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ স্বাভাবিকভাবেই তাই চন্দ্রনাথের এই বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে ৷ যদিও এই প্রসঙ্গে মন্ত্রীর সাফাই, "আমরা জেলা থেকে প্রার্থী ঘোষণা করব না । তবে আমাদের দাবি শতাব্দী রায়ই প্রার্থী হোক ।"

আর যাঁকে ঘিরে এই বিতর্ক, বীরভূমের তিনবারের সাংসদ সেই শতাব্দী রায় বলেন, "আমি এই বিষয়ে কী আর বলব ! মন্ত্রী বলেছে । ওঁকেই জিজ্ঞাসা করুন ।"

আরও পড়ুন:

  1. মহুয়ার পাশে দাঁড়িয়ে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন শতাব্দীর
  2. ফলক বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে কড়া ভাষায় আক্রমণ শতাব্দীর
  3. সিউড়িতে রেলের ওভারব্রিজের দাবিতে বিক্ষোভে সাংসদ শতাব্দী রায়

সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক

সাঁইথিয়া, 10 নভেম্বর: আর কয়েকমাস পরই লোকসভা নির্বাচন৷ ফলে বিভিন্ন রাজনৈতিক দলে প্রস্তুতিও শুরু হয়েছে ৷ কিন্তু কোনও দলই এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি ৷ কারও নাম ঘোষণাও হয়নি ৷ তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয় ৷ তার পরও বীরভূম লোকসভা আসনে শতাব্দী রায়ের নাম ঘোষণা করে দিলেন ওই জেলার হেভিওয়েট তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের কি এতে সম্মতি আছে ? যদি সম্মতি না থাকে, তাহলে কীভাবে তিনি এই ঘোষণা করলেন ?

উল্লেখ্য, বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনী ছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ সেখানেই সাংসদকে পাশে বসেই কার্যত 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে শতাব্দীর নাম ঘোষণা করে দেন মন্ত্রী ৷

Trinamool Congress
বিজয়া সম্মিলনীর মঞ্চে ভাষণ দিচ্ছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

চন্দ্রনাথ সিনহা বলেন, "2014 সালে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ করেনি ৷ 2019 সালেও তাই ৷ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে । তবে আগামী লোকসভায় বীরভূম জেলার মানুষ হিসেবে আমার দুটো আসল উপহার দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে । এখানে আপনাদের সাংসদ শতাব্দী বসে আছেন । তাঁকে আগামীতে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে সাঁইথিয়া শহর তৃণমূলের শহর ।"

Trinamool Congress
বীরভূমের সাংসদ শতাব্দী রায়

বীরভূম লোকসভা আসনে শতাব্দী প্রথমবার জেতেন 2009 সালে ৷ তার পর দু’বার (2014 ও 2019) তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ দু’বারই তিনি জিতেছেন ৷ এবারও হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরই ভরসা রাখবে ৷ কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনীতিতে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ স্বাভাবিকভাবেই তাই চন্দ্রনাথের এই বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে ৷ যদিও এই প্রসঙ্গে মন্ত্রীর সাফাই, "আমরা জেলা থেকে প্রার্থী ঘোষণা করব না । তবে আমাদের দাবি শতাব্দী রায়ই প্রার্থী হোক ।"

আর যাঁকে ঘিরে এই বিতর্ক, বীরভূমের তিনবারের সাংসদ সেই শতাব্দী রায় বলেন, "আমি এই বিষয়ে কী আর বলব ! মন্ত্রী বলেছে । ওঁকেই জিজ্ঞাসা করুন ।"

আরও পড়ুন:

  1. মহুয়ার পাশে দাঁড়িয়ে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন শতাব্দীর
  2. ফলক বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে কড়া ভাষায় আক্রমণ শতাব্দীর
  3. সিউড়িতে রেলের ওভারব্রিজের দাবিতে বিক্ষোভে সাংসদ শতাব্দী রায়
Last Updated : Nov 10, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.