লাভপুর, 11 এপ্রিল : লাভপুরের দরবারপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৬০টি তাজা বোমা। বোমাগুলি ড্রামে ভরা ছিল। পুলিশ বম্ব স্কয়্যাডকে খবর দিলে CID-বম্ব স্কয়্যাড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
লাভপুরের এই দরবারপুর গ্রামেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 9 জন তৃণমূল কর্মীর। নির্বাচনের আগে সেই গ্রাম থেকেই ফের তাজা বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
বোমাগুলি কে বা কারা কী উদ্দেশ্য মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।