বোলপুর, 30 মার্চ: রামনবমী নিয়ে যখন মমতা-শুভেন্দুর তরজা তুঙ্গে, তখন বোলপুরে দেখা গেল অন্য দৃশ্য ৷ রামনবমীর শোভাযাত্রা (Ram Navami Procession) ও গেরুয়া সিঁদুর খেলায় মাতল বিজেপি-তৃণমূল নেতারা ৷ বিজেপি নেতাদের সঙ্গে শোভাযাত্রায় দেখা গেল বোলপুর পৌরসভার চেয়ারপার্সন-সহ তৃণমূল কাউন্সিলরদের ৷ দুপক্ষেরই বক্তব্য রাজনীতির বাইরে গিয়ে উৎসব উদযাপন মাত্র ৷ গত কয়েক বছর ধরে রামনবমী উদযাপনকে হাতিয়ার করে শক্তিপরীক্ষা করে চলেছে বিজেপি (BJP) ৷ যেখানে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও (TMC) ৷
এদিন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে । পালটা শোভাযাত্রা বের করেছে তৃণমূল নেতারাও । বোলপুরে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলালেন বিজেপি-তৃণমূল নেতারা ৷ গেরুয়া সিঁদুর খেলাতেও মাতলেন সকলে ৷ বোলপুর রেল ময়দান থেকে এদিন রামনবমীর শোভাযাত্রা বের হয় । সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ছিলেন । একই শোভাযাত্রায় ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ-সহ তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা, ওমর শেখ, তৃণমূল বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউড়ি ও অন্যান্য নেতারা ৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ যদিও, দুপক্ষের যুক্তি রাজনীতির উর্ধে গিয়ে উৎসবে মেতেছে সকলে ।
উল্লেখ্য, বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণার স্বামী সুদীপ্ত ঘোষ জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য ৷ তাঁর সঙ্গে কোর কমিটির অন্যান্য সদস্যদের মতবিরোধ চলছে বেশ কয়েকদিন ধরে ৷ তার জন্যই কি তাঁর অনুগামীরা বিজেপি নেতাদের সঙ্গে রামনবমীর মিছিলে পা মেলালেন ? উঠছে প্রশ্ন ৷ বিজেপি নেতা দিলীপ ঘোষ অবশ্য বলেন, "রাম সর্বজনীন । রামকে নিয়ে কোনও সংকীর্ণতা চলে না ৷ তাই সকলকে আমরা স্বাগত জানিয়েছি ৷ সকলে অংশ নিয়েছেন ৷ এখানে কোনও রাজনীতি নেই ।"বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "রাম সবার দেবতা ৷ রামনবমী সবার উৎসব ৷ এটা ছিল একটা সম্প্রীতির অনুষ্ঠান । সম্প্রীতির কথা মাথায় রেখে সব শ্রেণির মানুষকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে । এটাকে কোনও রাজনৈতিক অনুষ্ঠান বলে আমরা দেখিনি ।"
আরও পড়ুন: 'ইদে দু'দিন ছুটি দেন, রামনবমীতে ধরনা দিচ্ছেন', মমতাকে কটাক্ষ দিলীপের