মল্লারপুর, 15 মে: গত 25 বৈশাখ অর্থাৎ 9 মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন থেকে বীরভূম জেলায় তৃণমূলের জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বীরভূম সফরের প্রথমদিনে তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি । পাশাপাশি, মুরারইয়ে একটি জনসভাও করেন। এরপর সেদিন রাতে রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে মামার বাড়ি গিয়ে দাদুর সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরদিন অর্থাৎ, 10 মে ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুরে রোড-শো করে তাঁর কর্মসূচি শুরু করেন অভিষেক ৷
এবার সেই রাস্তা অর্থাৎ মল্লারপুরের যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো গিয়েছিল, সেই রাস্তা গোবর জল দিয়ে নিকিয়ে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোমবার এই কাজ করে তারা ৷ তৃণমূলের নব জোয়ার যাত্রায় গত 9 তারিখ মল্লারপুরের শিববাড়ি মাঠ থেকে রায়পাড়া পর্যন্ত রোড-শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার সেই পথও গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে বিজেপি ।
এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল বলেন, "তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মল্লারপুরের এই পবিত্র শিবমন্দিরের সামনে দিয়ে পদযাত্রা করেছে । আমরা সকলেই জানি উনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, কাটমানির টাকা ভোগ করছে । 2018 সালে যেভাবে সন্ত্রাস করে ভোট হয়ে তা আমরা জানি । আমরা মনে করি এই রাস্তায় তাঁর পদযাত্রা করায় জায়গাগুলি অপবিত্র হয়ে গিয়েছে । তাই আমরা হিন্দু মতে গোবর জল ছিটিয়ে পবিত্র করলাম ।"
অন্যদিকে, বীরভূম জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, "অভিষেক মল্লারপুরের রাস্তায় একা হাঁটেনি । অভিষেকের সঙ্গে জনতা-জনার্দন ছিল। জনজোয়ার ছিল। হাজার হাজার মানুষ সঙ্গে ছিল । এইগুলো কিছুই না, পাগলামি করছে বিজেপি । বিজেপি বাজার গরম করতে চাইছে। জনাকয়েক সমর্থক আছে এই নোংরামিতে ৷ এটা বিজেপি রাজনীতির নামে নোংরামি করছে । এই নোংরামি বেশিদিন চলে না । বীরভূমের মানুষ সুঁড়সুঁড়ির রাজনীতিকে পাত্তা দেয় না ৷"
আরও পড়ুন: 'ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি বলে কেন চেঁচাচ্ছেন অভিষেক', হাইকোর্টে উঠল প্রশ্ন