বোলপুর, 7 অক্টোবর: দুর্গাপুজোয় বঙ্গ থেকে পদ্ম পাড়ি দিচ্ছে বিদেশে । বীরভূমের আহমেদপুরের প্রত্যন্ত গ্রামগুলি থেকে পদ্ম ফুল যাচ্ছে আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপান, নেপাল, ভূটান-সহ বিভিন্ন দেশে । তাদের চাষ করা পদ্ম বিদেশে যাচ্ছে বলে গর্বিত পদ্মচাষিরা । তবে অতিবৃষ্টি ও অনাবৃষ্টিতে পদ্মচাষে ক্ষতিও হয়েছে এ বছর । মিলছে না ন্যায্য মজুরি ৷ সেই কারণে আক্ষেপ দানা বেঁধেছে পদ্মচাষি ও মহাজনদের মধ্যে ।
গ্রাম-বাংলার আনাচে কানাচে পুকুর, ছোট জলাশয় সর্বত্রই পদ্ম চাষ হয়ে থাকে ৷ বীরভূমও পদ্ম চাষের অনুকূল । আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব । আর এই দুর্গাপুজোর উপকরণগুলির মধ্যে অন্যতম এই পদ্ম ফুল ৷ বীরভূমের আহমেদপুরের প্রত্যন্ত গ্রামগুলি থেকে এ বার পদ্ম পাড়ি দিচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশেও ৷ এখান থেকে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই প্রভৃতি জায়গায় পদ্ম যাচ্ছে । এমনকি কালিপুজো, লক্ষ্মীপুজোতেও মেট্রো শহরগুলির পদ্ম ফুল যায় বীরভূমের আহমেদপুর থেকে ।
তবে এ বার দুর্গাপুজোয় এখান থেকে পদ্ম যাচ্ছে আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপান, নেপাল, ভূটান প্রভৃতি দেশে । পদ্ম বিদেশে যাচ্ছে, এতে স্বাভাবিক ভাবেই আপ্লুত পদ্ম চাষি ও মহাজনেরা ৷ পাশাপাশি আক্ষেপও রয়েছে তাঁদের ৷ এ বছর অনাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছে পদ্ম চাষে ৷ তাই পদ্ম বিদেশে গেলেও সেই অনুযায়ী দাম মিলছে না ৷ অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছেন মজুতদারেরা । আর মুনাফা পাচ্ছেন না পদ্ম চাষিরা ।
আরও পড়ুন: পেশা ও নেশার মেলবন্ধন ! কলকাতার ট্রাফিক কনস্টেবলের হাতে গড়ে উঠছে দেবী দুর্গা
এক একটি পদ্ম ফুল মাত্র আড়াই থেকে তিন টাকায় পদ্ম চাষিদের কাছ থেকে কেনেন মহাজনেরা ৷ সেই পদ্ম তাঁরা দোকানে দেন পাঁচ থেকে ছয় টাকায় ৷ দোকান থেকে এই বাংলায় এক-একটি পদ্ম ফুল বিক্রি হয় সাত থেকে 10 টাকায় । বাংলার বাইরে মেট্রো শহরগুলিতে এক-একটি পদ্মের দাম হয় 13 থেকে 15 টাকা, কোথাও আবার 20 টাকা । আর বিদেশে পাড়ি দিলেই সেই পদ্ম দুই থেকে পাঁচ ডলারে বিক্রি হয় । যা ভারতীয় মুদ্রায় 150 থেকে 400 টাকা পর্যন্ত । তবে বাংলা থেকে বিদেশে পদ্ম পাড়ি দিলেও চাষিরা থাকেন সেই তিমিরেই ।
পদ্মচাষি ও মহাজনেরা বলেন, "আহমেদপুর থেকে প্রতি বছরই দূরে দূরে পদ্ম যায় । লক্ষ্মীপুজো, কালিপুজোয় পদ্ম যায় । সবচেয়ে বেশি দুর্গাপুজোয় পদ্ম পাড়ি দেয় ৷ ভারতের বিভিন্ন রাজ্যে পদ্ম যাচ্ছে । আর আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপানে পদ্ম যাচ্ছে । বেশি পদ্ম ফুল যায় নেপাল ও ভূটানে ।"