পাড়ুই, 26 এপ্রিল: বিজেপি-তৃণমূল সংঘর্ষ-বোমাবাজিতে উত্তপ্ত হল পাড়ুইয়ের সাত্তোর গ্রাম । রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ৷ ভাঙচুর করা হয় গাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ৷
বোলপুর বিধানসভার পাড়ুইয়ের সাত্তোর গ্রামে বিজেপি কর্মী মিঠুন শেখকে গ্রেফতার করে পুলিশ । অভিযোগ, বল্লভপুরের কাছে হঠাৎ করেই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় । এই অভিযোগে বিজেপি কর্মীরা বোলপুর-সিউড়ি রাস্তায় সাত্তোরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷ বিজেপির বিক্ষোভে বাধা দেয় তৃণমূল । শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ । চলে বোমাবাজি । বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়িতেও । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী । তারা টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে এখনও উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।
বিজেপি কর্মী মিঠুন শেখের মা নার্গিস বিবি বলেন, "আমি ও আমার ছেলে বোলপুর যাচ্ছিলাম । বল্লভপুরের কাছে সিভিক পুলিশ জোর করে আমার ছেলেকে তুলে নিয়ে যায় । কোনও কারণ ছাড়াই আমার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ।"
যদিও এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "মিঠুন শেখ এলাকার দুষ্কৃতী । এদের নিয়েই বিজেপি নোংরা রাজনীতি করছে, এলাকায় গন্ডগোল পাকাচ্ছে ।"
পাল্টা বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের কর্মীদের অকারণ গ্রেফতার করা হচ্ছে, মারধর করা হচ্ছে । আমাদের কর্মীদের ধৈর্য্যের সীমা আছে ।"
গোটা বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ মিঠুন শেখ নামে ওই বিজেপি কর্মীকে গ্রেফতারের কারণ নিয়েও তারা কিছু জানায়নি ৷
আরও পড়ুন: তৃণমূল সমর্থক দম্পতিকে ব্লেড মারার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে