ETV Bharat / state

আট দফা ভোটের জন্যই করোনা ছড়াচ্ছে, দায়ি বিজেপি সরকার : অনুব্রত - anubrata slams bjp ec for corona spread in bengal

রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের জন্য দায়ি নির্বাচন কমিশন ৷ বিধানসভা নির্বাচন আট দফায় করা না হলে করোনা এতটা সংক্রমিত হত না বলে অভিযোগ অনুব্রত মণ্ডলের ৷

বিজেপি-নির্বাচন কমিশনকে দুষলেন অনুব্রত ৷
বিজেপি-নির্বাচন কমিশনকে দুষলেন অনুব্রত ৷
author img

By

Published : Apr 15, 2021, 4:36 PM IST

Updated : Apr 15, 2021, 4:42 PM IST

বোলপুর, 15 এপ্রিল: "আট দফা ভোটের জন্য পশ্চিমবঙ্গে নতুন করে কোরোনা এসেছে, এর জন্য দায়ী বিজেপি সরকার ।" রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাওয়ায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে দুষে বললেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । নানুরে সিপিএম প্রার্থীকে হুমকি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । তবে সিপিএমের উপর মানুষের ক্ষোভ থেকেই এটা হয়েছে ।"

এদিন নানুরে বাড়ি বাড়ি প্রচার করছিলেন সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান । সেই সময় স্থানীয় তৃণমূল নেতা প্রচারে বাধা দেন বলে অভিযোগ । এমনকি প্রার্থীর সামনেই তৃণমূল নেতা হুমকি দেন, 'সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে ।' এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । প্রচারে কেউ বাধা দিতে পারেন না । তবে সিপিএমও ধোওয়া তুলসী পাতা নয় । 34 বছর ধরে যা অত্যাচার করেছে সেই ক্ষোভেই এটা হয়েছে ।"

রাজ্যে করোনা পরিস্থিতির জন্য আট দফা ভোট, বিজেপি এবং নির্বাচন কমিশনকে দুষলেন অনুব্রত মণ্ডল ৷

এদিন নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রতিক করোনা পরিস্থিতি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "আট দফা নির্বাচনের জন্যই পশ্চিমবঙ্গের নতুন করে করোনা এসেছে । এর জন্য দায়ী বিজেপি সরকার ও অন্ধ ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) ।"

বোলপুর, 15 এপ্রিল: "আট দফা ভোটের জন্য পশ্চিমবঙ্গে নতুন করে কোরোনা এসেছে, এর জন্য দায়ী বিজেপি সরকার ।" রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাওয়ায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে দুষে বললেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । নানুরে সিপিএম প্রার্থীকে হুমকি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । তবে সিপিএমের উপর মানুষের ক্ষোভ থেকেই এটা হয়েছে ।"

এদিন নানুরে বাড়ি বাড়ি প্রচার করছিলেন সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান । সেই সময় স্থানীয় তৃণমূল নেতা প্রচারে বাধা দেন বলে অভিযোগ । এমনকি প্রার্থীর সামনেই তৃণমূল নেতা হুমকি দেন, 'সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে ।' এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । প্রচারে কেউ বাধা দিতে পারেন না । তবে সিপিএমও ধোওয়া তুলসী পাতা নয় । 34 বছর ধরে যা অত্যাচার করেছে সেই ক্ষোভেই এটা হয়েছে ।"

রাজ্যে করোনা পরিস্থিতির জন্য আট দফা ভোট, বিজেপি এবং নির্বাচন কমিশনকে দুষলেন অনুব্রত মণ্ডল ৷

এদিন নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রতিক করোনা পরিস্থিতি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "আট দফা নির্বাচনের জন্যই পশ্চিমবঙ্গের নতুন করে করোনা এসেছে । এর জন্য দায়ী বিজেপি সরকার ও অন্ধ ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) ।"

Last Updated : Apr 15, 2021, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.