ETV Bharat / state

অনুব্রতর বাড়ির কাছে সরকারি ভবন থেকে উদ্ধার 200টি বোমা - অনুব্রতর বাড়ির কাছের সরকারি ভবন

এই ঘটনায় এখনও অবধি 3 জনকে গ্রেফতার করা হয়েছে ।

200 bombs recovered from government building near house of Anubrat Mondal
200 bombs recovered from government building near house of Anubrat Mondal
author img

By

Published : Apr 10, 2021, 8:40 AM IST

Updated : Apr 10, 2021, 9:26 AM IST

নানুর, 10 এপ্রিল : অনুব্রত মণ্ডলের গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা । সরকারি কমিউনিটি হলে বোমা মজুত ছিল । খবর পেয়ে হানা দেয় পুলিশ ৷ প্রায় 200 টি বোমা উদ্ধার করে পুলিশ । ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে ।

অনুব্রতর বাড়ির কাছে বোমা উদ্ধার

গত কয়েক দিন ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নানুর বিধানসভার বিভিন্ন এলাকা । ঘটেছে একাধিক বোমাবাজির ঘটনা ৷ এই নানুরেরই হাটসেরান্দি গ্রামে বাড়ি তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । তাঁর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সরকারি কমিউনিটি হল । সেই হলেই মজুত ছিল বোমা । খবর পেয়ে রাতেই হানা দেয় নানুর থানার পুলিশ । সরকারি কমিউনিটি হল থেকে 200 টির বেশি বোমা উদ্ধার করে পুলিশ । এছাড়াও মিলেছে বোমা তৈরির মশলা ও সুতলি । এখানেই বোমা বাঁধার কাজ চলছিল বলে অনুমান পুলিশের । ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, কমিউনিটি হলে তালা দিয়ে পাহারা দিচ্ছিল এই 3 জন ।

পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । বোলপুর থেকে সিআইডি-র বোম্ব স্কোয়াড গিয়ে গ্রামের বাইরে ফাঁকা মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ।

নানুর, 10 এপ্রিল : অনুব্রত মণ্ডলের গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা । সরকারি কমিউনিটি হলে বোমা মজুত ছিল । খবর পেয়ে হানা দেয় পুলিশ ৷ প্রায় 200 টি বোমা উদ্ধার করে পুলিশ । ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে ।

অনুব্রতর বাড়ির কাছে বোমা উদ্ধার

গত কয়েক দিন ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নানুর বিধানসভার বিভিন্ন এলাকা । ঘটেছে একাধিক বোমাবাজির ঘটনা ৷ এই নানুরেরই হাটসেরান্দি গ্রামে বাড়ি তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । তাঁর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সরকারি কমিউনিটি হল । সেই হলেই মজুত ছিল বোমা । খবর পেয়ে রাতেই হানা দেয় নানুর থানার পুলিশ । সরকারি কমিউনিটি হল থেকে 200 টির বেশি বোমা উদ্ধার করে পুলিশ । এছাড়াও মিলেছে বোমা তৈরির মশলা ও সুতলি । এখানেই বোমা বাঁধার কাজ চলছিল বলে অনুমান পুলিশের । ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, কমিউনিটি হলে তালা দিয়ে পাহারা দিচ্ছিল এই 3 জন ।

পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । বোলপুর থেকে সিআইডি-র বোম্ব স্কোয়াড গিয়ে গ্রামের বাইরে ফাঁকা মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ।

Last Updated : Apr 10, 2021, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.