ETV Bharat / state

শান্তিনিকেতন থেকে ফের থেকে চন্দন গাছ চুরির চেষ্টা - শান্তিনিকেতন

শান্তিনিকেতন চত্বর থেকে চন্দন গাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে গাছ কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷

চন্দন গাছের গুঁড়ি
author img

By

Published : Oct 10, 2019, 11:00 PM IST

শান্তিনিকেতন, 10 অক্টোবর : ফের শান্তিনিকেতন চত্বর থেকে চন্দন গাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে গাছ কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ নিরাপত্তারক্ষীরা টের পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা ৷

কয়েক বছর ধরে শান্তিনিকেতন থেকে চন্দন গাছ চুরি করতে একটি চক্র সক্রিয় ৷ শুধু চন্দন গাছ নয়, অন্যান্য মূল্যবান গাছও কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা । কিন্তু এখনও চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ ৷ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও কাউকে ধরতে পারেনি ৷ বিশ্বভারতীর রবীন্দ্রভবন, ছাতিমতলা, রতনকুঠির মত এলাকায় কড়া নিরাপত্তা সত্ত্বেও সেখান থেকে চন্দন গাছ চুরি গেছে ৷ 20 সেপ্টেম্বর রবীন্দ্রভবন ও মালঞ্চ থেকে দু'টি চন্দন গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে লালবাঁধ পুকুর থেকে গাছের গুঁড়ি উদ্ধার হয়েছিল ৷

দেখুন ভিডিয়ো...

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "চন্দন গাছ চুরির চেষ্টা হয়েছিল । বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা জানতে পেরে ধাওয়া করে । তাতে চুরি রোখা গেছে ।"

শান্তিনিকেতন, 10 অক্টোবর : ফের শান্তিনিকেতন চত্বর থেকে চন্দন গাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে গাছ কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ নিরাপত্তারক্ষীরা টের পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা ৷

কয়েক বছর ধরে শান্তিনিকেতন থেকে চন্দন গাছ চুরি করতে একটি চক্র সক্রিয় ৷ শুধু চন্দন গাছ নয়, অন্যান্য মূল্যবান গাছও কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা । কিন্তু এখনও চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ ৷ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও কাউকে ধরতে পারেনি ৷ বিশ্বভারতীর রবীন্দ্রভবন, ছাতিমতলা, রতনকুঠির মত এলাকায় কড়া নিরাপত্তা সত্ত্বেও সেখান থেকে চন্দন গাছ চুরি গেছে ৷ 20 সেপ্টেম্বর রবীন্দ্রভবন ও মালঞ্চ থেকে দু'টি চন্দন গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে লালবাঁধ পুকুর থেকে গাছের গুঁড়ি উদ্ধার হয়েছিল ৷

দেখুন ভিডিয়ো...

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "চন্দন গাছ চুরির চেষ্টা হয়েছিল । বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা জানতে পেরে ধাওয়া করে । তাতে চুরি রোখা গেছে ।"

Intro:শান্তিনিকেতন, ১০ অক্টোবরঃ ফের শান্তিনিকেতন থেকে মূল্যবান চন্দন গাছ চুরির চেষ্টা। এবার বিশ্বভারতীর উপাচার্যের বাস ভবনের সামনে থেকে বড় গাছে গুঁড়ি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়৷ শান্তিনিকেতন থেকে শতাধিক চন্দন গাছ চুরি হয়েছে, অনেক গাছ চুরির চেষ্টা হলেও একজনকেও গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।Body:শান্তিনিকেতন, ১০ অক্টোবরঃ ফের শান্তিনিকেতন থেকে মূল্যবান চন্দন গাছ চুরির চেষ্টা। এবার বিশ্বভারতীর উপাচার্যের বাস ভবনের সামনে থেকে বড় গাছে গুঁড়ি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়৷ শান্তিনিকেতন থেকে শতাধিক চন্দন গাছ চুরি হয়েছে, অনেক গাছ চুরির চেষ্টা হলেও একজনকেও গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।

একদা মূল্যবান চন্দন গাছের জঙ্গল হিসাবে পরিচিত ছিল এই শান্তিনিকেতন। বিগত কয়েক বছরে চন্দন গাছ চুরির একটি সক্রিয় চক্র শতাধিক চন্দন গাছ ও কাট চুরি করেছে৷ বহু মূল্যবান গাছ চুরির চেষ্টাও চালিয়েছে। কিন্তু, কোন ক্ষেত্রেই কাউকে ধরতে পারেনি বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা বা পুলিশ প্রশাসন বলে অভিযোগ। বিশ্বভারতীর রবীন্দ্রভবন, ছাতিমতলা, রতনকুঠির মত কড়া নিরাপত্তা বেষ্টনী জায়গা থেকেও চুরি গিয়েছে চন্দনগাছ। এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বড় চন্দনগাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। গাছে গুঁড়ি নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। গাছের গুঁড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজনের মতে, শান্তিনিকেতন এলাকা জুড়ে চন্দন গাছ চুরির একটি বড় চক্র যে সক্রিয় রয়েছে।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "চন্দন গাছ চুরি করার চেষ্টা চালিয়েছিল। বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা জানতে পেরে ধাওয়া করে। তাতে চুরি রোখা গিয়েছে।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.