ETV Bharat / state

Army Death in Sikkim: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত বীরভূমের জওয়ান - বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত সিকিম

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা ৷ প্রতি মহূর্তে তিস্তার গ্রাসে বিস্তীর্ন এলাকা ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ ৷ উদ্ধার হচ্ছে একের পর এক দেহ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 9:56 PM IST

সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত জওয়ান বীরভূমের বাসিন্দা

ময়ূরেশ্বর, 7 অক্টোবর: ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রকৃতির এই ধ্বংসলীলা কবে শেষ হবে, তা অজানা ৷ সিকিমের এই প্রাকৃতিক বিপর্যয়ের বহু প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ সেই বিপর্যয়ে শহিদ হয়েছেন ভারতের এর বীর জওয়ান গোপাল মার্ডি (29) ৷ যিনি এ রাজ্যের বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া গ্রামের বাসিন্দা ৷

জলপাইগুড়ির বিন্নাগুড়িতে পোস্টিং ছিলেন তিনি । সেখান থেকে মাসখানেক আগে সিকিমের হরভজন সিং মন্দিরে ডিউটিতে যোগ দেন। দুর্যোগের দিন সিকিমের হরভজন সিং মন্দির থেকে ডিউটি সেরে বিন্নাগুড়ি সেনাছাউনিতে ফিরে আসছিলেন । ফেরার পথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের গাড়িটি ৷ প্রাথমিকভাবে অনুমান, 23জন সেনা আধিকারিককে নিয়ে জওয়ানের যে গাড়ি নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই গাড়িতেই ছিলেন জওয়ান গোপাল মার্ডি ৷ 4 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মার্ডির বাড়িতে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয় ৷ শুক্রবার সন্ধ্যায় ওই জওয়ানের মৃত্যুর খবর দেয় ভারতীয় সেনাবাহিনী । গ্রামের ছেলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই নান্দুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া ৷

আরও পড়ুন: বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম

মৃত জওয়ানের স্ত্রী মাম্পি মুর্মু জনান, শহিদ গোপাল মার্ডি 2014 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন । সেনাবাহিনীর মেডিক্যাল বিভাগে কর্মরত ছিলেন তিনি । 2021 সালে বোলপুরের শিয়ানের বাসিন্দা মাম্পির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বাড়িতে রয়েছেন শহিদ জওয়ানের মা, বাবা, দাদা, বোন ও স্ত্রী । সেনাবাহিনীর পক্ষ থেকে ওই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ কালীপুজোয় বাড়ি আসার কথা ছিল শহিদ জওয়ানের ৷ কিন্তু তার আগেই দুর্ঘটনা কেড়ে নিল সবকিছু ৷ বলেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ৷

আরও পড়ুন: লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রবল বর্ষণে জল বেড়েছে তিস্তায় ৷ একটি সূত্রের দাবি, কমপক্ষে 23 জন সেনা আধিকারিকের খোঁজ মিলছে না ৷ দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের আধিকারিকরা ৷ দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ বেশ কিছু অংশে জারি করা হয় হাই অ্যালার্ট ৷ জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ ৷

সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত জওয়ান বীরভূমের বাসিন্দা

ময়ূরেশ্বর, 7 অক্টোবর: ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রকৃতির এই ধ্বংসলীলা কবে শেষ হবে, তা অজানা ৷ সিকিমের এই প্রাকৃতিক বিপর্যয়ের বহু প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ সেই বিপর্যয়ে শহিদ হয়েছেন ভারতের এর বীর জওয়ান গোপাল মার্ডি (29) ৷ যিনি এ রাজ্যের বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া গ্রামের বাসিন্দা ৷

জলপাইগুড়ির বিন্নাগুড়িতে পোস্টিং ছিলেন তিনি । সেখান থেকে মাসখানেক আগে সিকিমের হরভজন সিং মন্দিরে ডিউটিতে যোগ দেন। দুর্যোগের দিন সিকিমের হরভজন সিং মন্দির থেকে ডিউটি সেরে বিন্নাগুড়ি সেনাছাউনিতে ফিরে আসছিলেন । ফেরার পথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের গাড়িটি ৷ প্রাথমিকভাবে অনুমান, 23জন সেনা আধিকারিককে নিয়ে জওয়ানের যে গাড়ি নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই গাড়িতেই ছিলেন জওয়ান গোপাল মার্ডি ৷ 4 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মার্ডির বাড়িতে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয় ৷ শুক্রবার সন্ধ্যায় ওই জওয়ানের মৃত্যুর খবর দেয় ভারতীয় সেনাবাহিনী । গ্রামের ছেলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই নান্দুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া ৷

আরও পড়ুন: বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম

মৃত জওয়ানের স্ত্রী মাম্পি মুর্মু জনান, শহিদ গোপাল মার্ডি 2014 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন । সেনাবাহিনীর মেডিক্যাল বিভাগে কর্মরত ছিলেন তিনি । 2021 সালে বোলপুরের শিয়ানের বাসিন্দা মাম্পির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বাড়িতে রয়েছেন শহিদ জওয়ানের মা, বাবা, দাদা, বোন ও স্ত্রী । সেনাবাহিনীর পক্ষ থেকে ওই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ কালীপুজোয় বাড়ি আসার কথা ছিল শহিদ জওয়ানের ৷ কিন্তু তার আগেই দুর্ঘটনা কেড়ে নিল সবকিছু ৷ বলেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ৷

আরও পড়ুন: লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রবল বর্ষণে জল বেড়েছে তিস্তায় ৷ একটি সূত্রের দাবি, কমপক্ষে 23 জন সেনা আধিকারিকের খোঁজ মিলছে না ৷ দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের আধিকারিকরা ৷ দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ বেশ কিছু অংশে জারি করা হয় হাই অ্যালার্ট ৷ জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.