ETV Bharat / state

জয়দেব মেলায় হাসছেন 'তিহারবন্দি' অনুব্রত, ব্যানারে নেই কাজল শেখের ছবি

Anubrata Mondal photo on banner at Jaydev Mela: তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল, অথচ ব্রাত্য কাজল শেখ ৷ যা নিয়ে দলের অন্তরেই জল্পনা তুঙ্গে। জয়দেব মেলায় দলীয় ব্যানার-পোস্টার-সহ দলীয় স্টলে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি ৷ অথচ দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের কোনও ছবি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 4:27 PM IST

Updated : Jan 15, 2024, 4:40 PM IST

জয়দেব, 15 জানুয়ারি: ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির মেলাতে হাসছেন তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল, অথচ ব্রাত্য কাজল শেখ ৷ যা নিয়ে দলের অন্তরেই জল্পনা তুঙ্গে। জয়দেব মেলায় দলীয় ব্যানার-পোস্টার-সহ দলীয় স্টলে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি ৷ অথচ দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের কোনও ছবি ৷ তিহার বন্দি অনুব্রতর ছবিই জ্বলজ্বল করছে মেলাময় ৷

এই প্রসঙ্গে অবশ্য তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান ওরফে তরু বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের দলের নেতা ৷ তার দেখানো পথে বীরভূম চলছে ৷ সে অভিযুক্ত হতে পারে তবে দোষী সাব্যস্ত হয়নি। তাই তাঁর ছবি দেওয়া হয়েছে। কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। অমিত শাহও তো কত বিষয়ে অভিযুক্ত, তাঁর ছবি কি কোথাও থাকে না ?"

শুরু হয়েছে অজয় নদের তীরে কমপক্ষে 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি মেলা। কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই মেলায় পুর্ণার্থীদের ঢল চোখে পড়ার মত ৷ মেলায় বেশ কয়েকটি স্বাগত গেট তৈরি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, "সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেস কমিটি, জয়দেব-কেন্দুলি মেলা 2024। মেলায় আগত সকল পুর্ণার্থীদের জানাই সাদর আমন্ত্রণ।" এই গেটেগুলিতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে ছবি রয়েছে গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় 'তিহার বন্দি' বীরভূমের অনুব্রত মণ্ডল ও রাজ্যের ক্ষুদ্র-মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, দলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের ছবি ৷

শুধু মেলার গেটে নয়, মেলায় তৈরি হওয়া দলীয় স্টলেও দেখা গেল অনুব্রতর ছবি। অর্থাৎ, জয়দেব মেলা জুড়ে স্বাগত গেটগুলিতে তিহার বন্দি অনুব্রতর হাসি মুখের ছবি ৷ অথচ, ব্রাত্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। জেলা প্রশাসনের পাশাপাশি ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও জয়দেব-কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই মেলা হলেও ছবিতে নেই জেলা পরিষদের সভাধিপতিই ৷ যা নিয়ে দলের অন্দরেই জল্পনা তুঙ্গে। দলের অন্দরের একাংশের প্রশ্ন, তিহার বন্দি অনুব্রতর ছবি মেলাময়, অথচ কেন ব্রাত্য জেলা পরিষদের সভাধিপতির ছবি।

এই প্রসঙ্গে কটাক্ষ করে বীরভূমের বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল বলেন, "অনুব্রত মণ্ডল গোরু, কয়লা, বালি এই সব কিছু পাচারে অভিযুক্ত। তার ছবি জয়দেব মেলাজুড়ে। মানুষ সব দেখছে৷ তৃণমূল দলটাই দূর্নীতিগ্রস্তদের দল, তাই ওদের কর্মকাণ্ড এমনই হবে।"

জয়দেব, 15 জানুয়ারি: ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির মেলাতে হাসছেন তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল, অথচ ব্রাত্য কাজল শেখ ৷ যা নিয়ে দলের অন্তরেই জল্পনা তুঙ্গে। জয়দেব মেলায় দলীয় ব্যানার-পোস্টার-সহ দলীয় স্টলে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি ৷ অথচ দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের কোনও ছবি ৷ তিহার বন্দি অনুব্রতর ছবিই জ্বলজ্বল করছে মেলাময় ৷

এই প্রসঙ্গে অবশ্য তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান ওরফে তরু বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের দলের নেতা ৷ তার দেখানো পথে বীরভূম চলছে ৷ সে অভিযুক্ত হতে পারে তবে দোষী সাব্যস্ত হয়নি। তাই তাঁর ছবি দেওয়া হয়েছে। কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। অমিত শাহও তো কত বিষয়ে অভিযুক্ত, তাঁর ছবি কি কোথাও থাকে না ?"

শুরু হয়েছে অজয় নদের তীরে কমপক্ষে 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি মেলা। কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই মেলায় পুর্ণার্থীদের ঢল চোখে পড়ার মত ৷ মেলায় বেশ কয়েকটি স্বাগত গেট তৈরি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, "সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেস কমিটি, জয়দেব-কেন্দুলি মেলা 2024। মেলায় আগত সকল পুর্ণার্থীদের জানাই সাদর আমন্ত্রণ।" এই গেটেগুলিতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে ছবি রয়েছে গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় 'তিহার বন্দি' বীরভূমের অনুব্রত মণ্ডল ও রাজ্যের ক্ষুদ্র-মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, দলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের ছবি ৷

শুধু মেলার গেটে নয়, মেলায় তৈরি হওয়া দলীয় স্টলেও দেখা গেল অনুব্রতর ছবি। অর্থাৎ, জয়দেব মেলা জুড়ে স্বাগত গেটগুলিতে তিহার বন্দি অনুব্রতর হাসি মুখের ছবি ৷ অথচ, ব্রাত্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। জেলা প্রশাসনের পাশাপাশি ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও জয়দেব-কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই মেলা হলেও ছবিতে নেই জেলা পরিষদের সভাধিপতিই ৷ যা নিয়ে দলের অন্দরেই জল্পনা তুঙ্গে। দলের অন্দরের একাংশের প্রশ্ন, তিহার বন্দি অনুব্রতর ছবি মেলাময়, অথচ কেন ব্রাত্য জেলা পরিষদের সভাধিপতির ছবি।

এই প্রসঙ্গে কটাক্ষ করে বীরভূমের বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল বলেন, "অনুব্রত মণ্ডল গোরু, কয়লা, বালি এই সব কিছু পাচারে অভিযুক্ত। তার ছবি জয়দেব মেলাজুড়ে। মানুষ সব দেখছে৷ তৃণমূল দলটাই দূর্নীতিগ্রস্তদের দল, তাই ওদের কর্মকাণ্ড এমনই হবে।"

আরও পড়ুন

আড়াল থেকে হাইকোর্টের দ্বারে শেখ শাহজাহান, সন্দেশখালির মামলায় যুক্ত হওয়ার আবেদন

রেশন দুর্নীতি মামলায় বিদেশি মুদ্রার লেনদেন ! শহরের 10 জায়গায় ইডির তল্লাশি

সন্দেশখালি কাণ্ডে বিজেপির থানা ঘেরাওয়ে 144 ধারা ভঙ্গ, সুকান্ত'দের বিরুদ্ধে মামলা রুজু

Last Updated : Jan 15, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.