ETV Bharat / state

বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে, আক্রান্ত 2 - বিশ্বভারতীতে বাম সংগঠনের পড়ুয়াদের মারধর

হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় তাদের উপর হামলা করে ABVP-র সদস্যরা । আক্রান্ত হয় দু'জন পড়ুয়া । তাঁরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

attacked
আক্রান্ত
author img

By

Published : Jan 16, 2020, 1:39 AM IST

Updated : Jan 16, 2020, 5:52 AM IST

শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে । ঘটনায় দু'জন আক্রান্ত হয়েছে । তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । আক্রান্তরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান । কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর চড়াও হয় । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABVP-র দিকেই অভিযোগের আঙুল তুললেন আক্রান্ত ফাল্গুনী ।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । তিনি বলেন, "এখনও বিশ্বভারতীতে পুলিশ যায়নি । দিল্লির পুলিশ না হয় BJP-র ইশারায় নাচছে । ABVP-র লোকগুলোকে গ্রেপ্তার করতে পারছে না । কোমল সিং বেপাত্তা । কিন্তু বোলপুর তো পশ্চিমবঙ্গে । পুলিশ কোথায় ?"

প্রসঙ্গত, CAA, NRC ও JNU-তে দুষ্কৃতীদের হামলা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী । কিছুদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা । এরপর আজ পড়ুয়াদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে ।

শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে । ঘটনায় দু'জন আক্রান্ত হয়েছে । তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । আক্রান্তরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান । কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর চড়াও হয় । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABVP-র দিকেই অভিযোগের আঙুল তুললেন আক্রান্ত ফাল্গুনী ।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । তিনি বলেন, "এখনও বিশ্বভারতীতে পুলিশ যায়নি । দিল্লির পুলিশ না হয় BJP-র ইশারায় নাচছে । ABVP-র লোকগুলোকে গ্রেপ্তার করতে পারছে না । কোমল সিং বেপাত্তা । কিন্তু বোলপুর তো পশ্চিমবঙ্গে । পুলিশ কোথায় ?"

প্রসঙ্গত, CAA, NRC ও JNU-তে দুষ্কৃতীদের হামলা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী । কিছুদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা । এরপর আজ পড়ুয়াদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে ।

Intro:শান্তিনিকেতন, ১৬ জানুয়ারিঃ বিশ্বভারতীতে বাম পড়ুয়াদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় এক পড়ুয়াকে। হাসপাতালেও চড়াও হয়ে মারধর করতে দেখা যায় বিজেপি ছাত্র নেতাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্বভারতী।

কয়েক দিন ধরেই বিশ্বভারতীতে দফায় দফায় চলছে CAA, NRC বিরোধী মিছিল, প্রতিবাদ। এদিন রাত্রে বিশ্বভারতী বাম সমর্থিত পড়ুয়াদের উপর চড়াও হয় বিজেপি সমর্থিত ছাত্ররা। বেধড়ক মারধর করা হয় অর্থনীতি বিভাগের স্বপ্ননীল মুখোপাধ্যায় নামে এক ছাত্রকে। গুরুত্বর অবস্থায় তাকে বিশ্বভারতী পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সামনেই হাসপাতালে চড়াও হয়ে বাম পড়ুয়াদের মারধর করে বিজেপির ছাত্রনেতা অচিন্ত্য বাগদী, সাবির আলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী।
পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালে গেট তালা বন্ধ করে পরিস্থিতি সামাল দেয়।Body:শান্তিনিকেতন, ১৬ জানুয়ারিঃ বিশ্বভারতীতে বাম পড়ুয়াদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় এক পড়ুয়াকে। হাসপাতালেও চড়াও হয়ে মারধর করতে দেখা যায় বিজেপি ছাত্র নেতাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্বভারতী।

কয়েক দিন ধরেই বিশ্বভারতীতে দফায় দফায় চলছে CAA, NRC বিরোধী মিছিল, প্রতিবাদ। এদিন রাত্রে বিশ্বভারতী বাম সমর্থিত পড়ুয়াদের উপর চড়াও হয় বিজেপি সমর্থিত ছাত্ররা। বেধড়ক মারধর করা হয় অর্থনীতি বিভাগের স্বপ্ননীল মুখোপাধ্যায় নামে এক ছাত্রকে। গুরুত্বর অবস্থায় তাকে বিশ্বভারতী পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সামনেই হাসপাতালে চড়াও হয়ে বাম পড়ুয়াদের মারধর করে বিজেপির ছাত্রনেতা অচিন্ত্য বাগদী, সাবির আলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী।
পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালে গেট তালা বন্ধ করে পরিস্থিতি সামাল দেয়।Conclusion:
Last Updated : Jan 16, 2020, 5:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.