ETV Bharat / state

নদীতে পারাপারের সময় আচমকা জোয়ার, তলিয়ে গেলেন যুবক - বীরভূম

ব্রাহ্মণী নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ গতকাল রাতে রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ ভাটা থাকায় সাইকেল নিয়ে নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন পেশায় রাজমিস্ত্রি অজিত লেট ৷ সেই সময় নদীর জল বেড়ে যাওয়ায় তলিয়ে যান তিনি ৷

a-man-drowned-while-crossing-the-brahmani-river-in-rampurhat-birbhum
সাইকেল নিয়ে ব্রাহ্মণী নদী পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক
author img

By

Published : Jun 20, 2021, 3:17 PM IST

রামপুরহাট , 20 জুন : সাইকেল নিয়ে ব্রাহ্মণী নদী পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস গ্রামে ৷ পেশায় রাজমিস্ত্রি অজিত লেটের বাড়ি নলহাটি থানার সোনারপুর গ্রামে ৷ তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় নদীতে ভাটা থাকলেও মাঝ নদীতে পৌঁছানোর পরেই জল বাড়তে শুরু করে ৷ আর তার জেরে নদীতে তলিয়ে যান অজিত লেট নামে ওই যুবক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, নলহাটি থানার সোনারপুর গ্রামের বাসিন্দা অজিত লেট রোজ ব্রাহ্মণী নদী পেরিয়ে রামপুরহাট 1নং ব্লকের আয়াস গ্রামে কাজে যেতেন ৷ পেশা রাজমিস্ত্রি অজিত সাইকেল নিয়েই রোজ নদী পারাপার করতেন ৷ গতকাল রাতেও সাইকেল নিয়ে নদী পার হওয়ার জন্য নামেন তিনি ৷ কিন্তু, সেই সময় জোয়ার আসায় নদীর জলস্তর বেড়ে যায় ৷ প্রবল স্রোতে টাল সামলাতে না পেরে নদীতে তলিয়ে যান তিনি ৷

A man drowned while crossing the Brahmani river in rampurhat birbhum
নিখোঁজ যুবক

আরও পড়ুন : স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল 2 যুবক

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁরাই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন ৷ নলহাটি থানার পুলিশ সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সাহায্যে গতকাল রাত থেকেই অজিত লেটের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান অজিত লেটের মৃত্যু হয়েছে ৷ তবে, আজ সকাল পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ এই ঘটনায় আজ সকালে নদীতে স্পিডবোর্ড নামিয়ে তল্লাশি শুরু করেছে প্রশাসন ৷ আপাতত ব্রাহ্মণী নদী পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন ৷

রামপুরহাট , 20 জুন : সাইকেল নিয়ে ব্রাহ্মণী নদী পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস গ্রামে ৷ পেশায় রাজমিস্ত্রি অজিত লেটের বাড়ি নলহাটি থানার সোনারপুর গ্রামে ৷ তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় নদীতে ভাটা থাকলেও মাঝ নদীতে পৌঁছানোর পরেই জল বাড়তে শুরু করে ৷ আর তার জেরে নদীতে তলিয়ে যান অজিত লেট নামে ওই যুবক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, নলহাটি থানার সোনারপুর গ্রামের বাসিন্দা অজিত লেট রোজ ব্রাহ্মণী নদী পেরিয়ে রামপুরহাট 1নং ব্লকের আয়াস গ্রামে কাজে যেতেন ৷ পেশা রাজমিস্ত্রি অজিত সাইকেল নিয়েই রোজ নদী পারাপার করতেন ৷ গতকাল রাতেও সাইকেল নিয়ে নদী পার হওয়ার জন্য নামেন তিনি ৷ কিন্তু, সেই সময় জোয়ার আসায় নদীর জলস্তর বেড়ে যায় ৷ প্রবল স্রোতে টাল সামলাতে না পেরে নদীতে তলিয়ে যান তিনি ৷

A man drowned while crossing the Brahmani river in rampurhat birbhum
নিখোঁজ যুবক

আরও পড়ুন : স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল 2 যুবক

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁরাই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন ৷ নলহাটি থানার পুলিশ সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সাহায্যে গতকাল রাত থেকেই অজিত লেটের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান অজিত লেটের মৃত্যু হয়েছে ৷ তবে, আজ সকাল পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ এই ঘটনায় আজ সকালে নদীতে স্পিডবোর্ড নামিয়ে তল্লাশি শুরু করেছে প্রশাসন ৷ আপাতত ব্রাহ্মণী নদী পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.