পাড়ুই, 29 জুলাই : লকডাউনে ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোয় বীরভূম থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয় । একটি চার চাকা গাড়িতে প্রেস লেখা স্টিকার লাগিয়ে ঘুড়ে বেড়াচ্ছিল তারা । পাড়ুই থানার পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে।
রাজ্যের অন্য জায়গায় সপ্তাহে দু'দিন লকডাউন চলছে । কিন্তু, বীরভূমে 24 জুলাই থেকে চলছে পুরোপুরি লকডাউন । এই লকডাউনে সাংবাদিক পরিচয় দিয়ে বেরিয়ে গ্রেপ্তার হল 5 জন। নদিয়া জেলার চাকদহ থেকে একটি চার চাকা গাড়ি নিয়ে বীরভূমের পাড়ুইয়ে আসে 5 ব্যক্তি। তাদের গাড়িতে প্রেস লেখা স্টিকার ছিল। পাড়ুই থানার পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, কোন সংবাদমাধ্যমে কর্মরত সেই পরিচয় দিতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গাড়িটি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, কোনও কাজে বেরিয়েছিল তারা। লকডাউন থেকে বাঁচতে সাংবাদিক পরিচয় দিয়েছিল।
বীরভূমে ভুয়ো সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার 5 - Birbhum
বীরভূমে 24 জুলাই থেকে চলছে পুরোপুরি লকডাউন। এই লকডাউনে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোয় গ্রেপ্তার 5 জন।
পাড়ুই, 29 জুলাই : লকডাউনে ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোয় বীরভূম থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয় । একটি চার চাকা গাড়িতে প্রেস লেখা স্টিকার লাগিয়ে ঘুড়ে বেড়াচ্ছিল তারা । পাড়ুই থানার পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে।
রাজ্যের অন্য জায়গায় সপ্তাহে দু'দিন লকডাউন চলছে । কিন্তু, বীরভূমে 24 জুলাই থেকে চলছে পুরোপুরি লকডাউন । এই লকডাউনে সাংবাদিক পরিচয় দিয়ে বেরিয়ে গ্রেপ্তার হল 5 জন। নদিয়া জেলার চাকদহ থেকে একটি চার চাকা গাড়ি নিয়ে বীরভূমের পাড়ুইয়ে আসে 5 ব্যক্তি। তাদের গাড়িতে প্রেস লেখা স্টিকার ছিল। পাড়ুই থানার পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, কোন সংবাদমাধ্যমে কর্মরত সেই পরিচয় দিতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গাড়িটি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, কোনও কাজে বেরিয়েছিল তারা। লকডাউন থেকে বাঁচতে সাংবাদিক পরিচয় দিয়েছিল।