বীরভূম, 27 মে : বীরভূমে একদিনেই কোরোনা আক্রান্ত হলেন 24 জন ৷ এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা হল 56 জন ৷
লকডাউনের শুরুতে গ্রিন জ়োনে থাকলেও পরিযায়ী শ্রমিকদের আগমনের ফলে একে একে বাড়তে থাকে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় বর্তমানে অরেঞ্জ জ়োনে পরিণত হয়েছে বীরভূম ৷ বর্তমানে বীরভূমে কোরোনা আক্রান্তের সংখ্যা 56 জন ৷
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় বীরভূমে 24 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক এবং সকলেরই বাড়ি রামপুরহাট মহকুমার অন্তর্গত ৷ মূলত মহারাষ্ট্র, চেন্নাই থেকে সম্প্রতি রাজ্যে ফিরেছিলেন ৷
একদিনেই 24 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে জেলা প্রশাসন ৷ এখনও পর্যন্ত প্রায় 4000 জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হলেও লকডাউন শিথিল হওয়ার সঙ্গে রাস্তায় বেড়েছে মানুষের ভিড় ৷ সমস্ত দোকান খুলে যাওয়ায় প্রতিটি দোকান ও বাজারে লেগেই রয়েছে মানুষের ভিড় ৷ সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনও চিহ্ন নেই ৷