বোলপুর, 6 জুন : বেশ কিছুদিন ধরেই পেটে অসহ্য ব্যথা ৷ প্রথমে ঘরোয়া চিকিৎসা করলেও শেষপর্যন্ত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন হীরা শেখ ৷ তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা ৷ 1 ঘণ্টার সেই অস্ত্রোপচারের পর প্রত্যেকের কার্যত চক্ষু চড়কগাছ ৷ বছর পঞ্চাশের ওই ব্যক্তির পেটের ভেতরেই তৈরি হয়েছে একটি বিশালাকার অংশ, যা কার্যত বর্জ্য ভর্তি একটি পাইপের আকার নিয়েছে (Gastrointestinal Tract) ৷
বিরল অস্ত্রোপচারে তাঁর পেট থেকে বেরিয়েছে প্রায় 100 গ্রাম প্লাস্টিক ও প্রায় 3 ফুটের বর্জ্য ভর্তি ওই পাইপের ন্যায় অংশ ৷ ডাক্তারি পরিভাষায় যার নাম নেক্রোটিক সিগময়েট ভলভোলাস । পেটের ভেতরে পেঁচিয়ে ছিল ওই পাইপটি ৷ প্রায় 3 ফুট লম্বা ও 6 ইঞ্জি চওড়া পাইপটি গ্যাস-ফ্লুইডে ভর্তি হয়ে গিয়েছিল (100 gm Plastic 3 feet fluid Pipe removed from Abdomen) ৷
বোলপুর মহকুমা হাসপাতালে ওই অস্ত্রোপচার করেছেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী । তিনি জানান, এই অস্ত্রোপচারের নাম ‘হার্ট ম্যান অপারেশন’ । কীভাবে ওই ব্যক্তির পেটে এত প্ল্যাস্টিক এল এবং ওই পাইপ তৈরি হল তা নিয়ে হতবাক চিকিৎসকেরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি ।
আরও পড়ুন : বিরল অস্ত্রোপচার ! বৃদ্ধের মূত্রথলি থেকে বেরোল 300 গ্রামের পাথর
চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেন, ‘‘কীভাবে পেটে এত প্লাস্টিক এল বুঝতে পারছি না ৷ গ্যাস-ফ্লুইডে পচে যাওয়া পাইপের মত পেঁচিয়ে ছিল পেটে ৷ অনিয়মিত খাদ্যাভাস এবং অপরিচ্ছন্ন খাবার থেকেই মূলত এমনটা হয়ে থাকে ৷’’