ETV Bharat / state

বাংলার মানুষকে কুকুর-বিড়াল বলে, এই BJP-কে ভোট দেবেন ? অভিষেক - bharati ghosh

"বাংলার মানুষকে ওরা কুকুর-বিড়াল বলে । জন্তু-জানোয়ারদের সঙ্গে তুলনা করে । এই BJP-কে ভোট দেবেন ?" ভারতী ঘোষের মন্তব্য টেনে BJP-কে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি ।

অভিষেক ব্যানার্জি
author img

By

Published : May 7, 2019, 4:29 AM IST

Updated : May 7, 2019, 7:07 AM IST

মেজিয়া (বাঁকুড়া), 7 মে : "বাংলার মানুষকে ওরা কুকুর-বিড়াল বলে । জন্তু-জানোয়ারদের সঙ্গে তুলনা করে । এই BJP-কে ভোট দেবেন ?" ভারতী ঘোষের মন্তব্য টেনে BJP-কে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি ।

গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় সভা করেন অভিষেক । সেখানে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে আক্রমণ করে বলেন, "বারবার এসে তোমরা মিথ্যা কথা আর ধর্ম নিয়ে বলেছ । এটা তো চলবে না । জয়শ্রীরাম বলে ভগবান রামকে তোমরা পোলিং এজেন্ট বানাতে চাও । একটা জিনিস মনে রাখবে, ধর্ম কোনওদিন আমাদের বিভাজনের কথা শেখায়নি । ধর্ম শিখিয়েছে বৈচিত্রের মধ্যে ঐক্য ।"

এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব

তাঁর বক্তব্যে উঠে আসে ভারতী ঘোষ প্রসঙ্গ । শনিবার কেশপুরের আনন্দপুরে তৃণমূল নেতাদের আক্রমণ করে ভারতী বলেছিলেন, "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে ।" হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" এর জবাবে অভিষেক বলেন, "BJP প্রার্থী ভারতী ঘোষ বলছেন, উত্তরপ্রদেশ থেকে তোদের বাড়িতে এক হাজার করে ছেলে ঢোকাব । বাংলার মানুষকে কুকুর-বিড়ালের মতো মারবে । এই BJP-কে ভোট দেবেন ? BJP বাংলার মানুষকে কুকুর-বিড়াল বলে, জন্তু-জানোয়ারের সঙ্গে তুলনা করে । আমার কাছে আমার মা-ভাই-বোনেরা মণিমুক্ত ।"

ভিডিয়োয়্ শুনুন অভিষেক ব্য়ানার্জির বক্তব্য

অভিষেক আরও বলেন, "আগে চোর চুরি করে জেলে যেত, ডাকাত ডাকাতি করে জেলে যেত, দাঙ্গাবাজরা দাঙ্গা করে জেলে যেত । এখন চোর চুরি করে BJP-তে যায় । দাঙ্গাবাজ দাঙ্গা করে BJP-তে যায় । মানে পচা পদ্মের এমন জাদু, যোগদান করলে চোরও সাধু । বড় বড় কথা বলে এরা । নকল দেশপ্রেম । সেনার নামে ভোট চাইছে ।"

মেজিয়া (বাঁকুড়া), 7 মে : "বাংলার মানুষকে ওরা কুকুর-বিড়াল বলে । জন্তু-জানোয়ারদের সঙ্গে তুলনা করে । এই BJP-কে ভোট দেবেন ?" ভারতী ঘোষের মন্তব্য টেনে BJP-কে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি ।

গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় সভা করেন অভিষেক । সেখানে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে আক্রমণ করে বলেন, "বারবার এসে তোমরা মিথ্যা কথা আর ধর্ম নিয়ে বলেছ । এটা তো চলবে না । জয়শ্রীরাম বলে ভগবান রামকে তোমরা পোলিং এজেন্ট বানাতে চাও । একটা জিনিস মনে রাখবে, ধর্ম কোনওদিন আমাদের বিভাজনের কথা শেখায়নি । ধর্ম শিখিয়েছে বৈচিত্রের মধ্যে ঐক্য ।"

এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব

তাঁর বক্তব্যে উঠে আসে ভারতী ঘোষ প্রসঙ্গ । শনিবার কেশপুরের আনন্দপুরে তৃণমূল নেতাদের আক্রমণ করে ভারতী বলেছিলেন, "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে ।" হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" এর জবাবে অভিষেক বলেন, "BJP প্রার্থী ভারতী ঘোষ বলছেন, উত্তরপ্রদেশ থেকে তোদের বাড়িতে এক হাজার করে ছেলে ঢোকাব । বাংলার মানুষকে কুকুর-বিড়ালের মতো মারবে । এই BJP-কে ভোট দেবেন ? BJP বাংলার মানুষকে কুকুর-বিড়াল বলে, জন্তু-জানোয়ারের সঙ্গে তুলনা করে । আমার কাছে আমার মা-ভাই-বোনেরা মণিমুক্ত ।"

ভিডিয়োয়্ শুনুন অভিষেক ব্য়ানার্জির বক্তব্য

অভিষেক আরও বলেন, "আগে চোর চুরি করে জেলে যেত, ডাকাত ডাকাতি করে জেলে যেত, দাঙ্গাবাজরা দাঙ্গা করে জেলে যেত । এখন চোর চুরি করে BJP-তে যায় । দাঙ্গাবাজ দাঙ্গা করে BJP-তে যায় । মানে পচা পদ্মের এমন জাদু, যোগদান করলে চোরও সাধু । বড় বড় কথা বলে এরা । নকল দেশপ্রেম । সেনার নামে ভোট চাইছে ।"

Intro:পচা পদ্মের এমন জাদু যোগদান করলেই চোর সাধু, বাঁকুড়ার মেজিয়া সুব্রত মুখোপাধ্যায় এর সমর্থনে এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।Body:বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে মেজিয়ায় জনসভা করতে এসে বিজেপি কে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সোমবার দুপুরে এদিন তিনি হেলিকপ্টারে করে মেজিয়া হাই স্কুল ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন।তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এক হাত নেন।তিনি বলেন, এই ভারতবর্ষে বিজেপি যতবার ক্ষমতায় এসেছে ততবার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।
হিন্দুত্বের পরিচয় দিতে গিয়ে বর্তমান সময়ে প্রভু রামকেই পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে এই বিজেপি। এদিন তিনি ভারতী ঘোষের প্রসঙ্গ তুলে বলেন উত্তর প্রদেশ থেকে লোক এনে বাড়িতে ঢুকিয়ে দেবে ভারতী ঘোষ, আর সেই লোক কুকুর বিড়ালের মত মারবে রাজ্যের মানুষকে।সেই বিজেপি কে একটিও ভোট না দেবার অনুরোধ জানান অভিষেক।কটাক্ষ করে তিনি বলেন,
চোর চুরি করে জেলে যেতো,ডাকাত ডাকাতি করে জেলে যেতো ,আর আজ চোর ডাকাতরা চুরি করে বিজেপিতে যাচ্ছে ।পচা পদ্মের এমনই জাদু যোগদান করলে চোরও সাধু - বলে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে গুজরাটের মানুষ যদি ২৬ টি লোকসভা আসনের মধ্যে ২৬ টি আসনেই জয়ী করে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানাতে পারে তাহলে এ রাজ্যের মানুষ 42 টি আসনের মধ্যে 42 টি তে জিতিয়েই মমতা ব্যানার্জিকে কেন দিল্লির বুকে শক্তিশালী করে পাঠাতে পারবেন না আপনারা , এভাবে জনসভায় উপস্থিত মানুষজনের কাছে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।Conclusion:বাইট: অভিষেক ব্যানার্জি
Last Updated : May 7, 2019, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.