মেজিয়া (বাঁকুড়া), 7 মে : "বাংলার মানুষকে ওরা কুকুর-বিড়াল বলে । জন্তু-জানোয়ারদের সঙ্গে তুলনা করে । এই BJP-কে ভোট দেবেন ?" ভারতী ঘোষের মন্তব্য টেনে BJP-কে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি ।
গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে বাঁকুড়ার মেজিয়ায় সভা করেন অভিষেক । সেখানে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে আক্রমণ করে বলেন, "বারবার এসে তোমরা মিথ্যা কথা আর ধর্ম নিয়ে বলেছ । এটা তো চলবে না । জয়শ্রীরাম বলে ভগবান রামকে তোমরা পোলিং এজেন্ট বানাতে চাও । একটা জিনিস মনে রাখবে, ধর্ম কোনওদিন আমাদের বিভাজনের কথা শেখায়নি । ধর্ম শিখিয়েছে বৈচিত্রের মধ্যে ঐক্য ।"
এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব
তাঁর বক্তব্যে উঠে আসে ভারতী ঘোষ প্রসঙ্গ । শনিবার কেশপুরের আনন্দপুরে তৃণমূল নেতাদের আক্রমণ করে ভারতী বলেছিলেন, "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে ।" হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" এর জবাবে অভিষেক বলেন, "BJP প্রার্থী ভারতী ঘোষ বলছেন, উত্তরপ্রদেশ থেকে তোদের বাড়িতে এক হাজার করে ছেলে ঢোকাব । বাংলার মানুষকে কুকুর-বিড়ালের মতো মারবে । এই BJP-কে ভোট দেবেন ? BJP বাংলার মানুষকে কুকুর-বিড়াল বলে, জন্তু-জানোয়ারের সঙ্গে তুলনা করে । আমার কাছে আমার মা-ভাই-বোনেরা মণিমুক্ত ।"
অভিষেক আরও বলেন, "আগে চোর চুরি করে জেলে যেত, ডাকাত ডাকাতি করে জেলে যেত, দাঙ্গাবাজরা দাঙ্গা করে জেলে যেত । এখন চোর চুরি করে BJP-তে যায় । দাঙ্গাবাজ দাঙ্গা করে BJP-তে যায় । মানে পচা পদ্মের এমন জাদু, যোগদান করলে চোরও সাধু । বড় বড় কথা বলে এরা । নকল দেশপ্রেম । সেনার নামে ভোট চাইছে ।"