বাঁকুাড়া ,2 জুলাই : আজ থেকে আবার বাঁকুড়া জেলাআদালতে কাজকর্ম শুরু হল । গতকাল বিষ্ণুপুর ও খাতড়া মহকুমা আদালতে কাজ শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পরেই নিয়মবিধি মেনে বাঁকুড়া জেলা আদালতে কাজ বন্ধ ছিল ।
বাঁকুড়াআদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপক ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল খাতরা ও বিষ্ণুপুর মহকুমাআদালতের কাজ শুরু হয় । কিন্তু বাঁকুড়ার জেলা আদালতে গতকাল কাজ শুরু হয়নি ।লকডাউনের সময় দুই সহকর্মীর মৃত্যু হয়েছে । তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকালআদালত বন্ধ রাখা হয়েছিল ।
আদালত চত্বরে অতিরিক্ত ভিড়সামাল দিতে হবে । বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে না সেখানে । তাই আপাতত দুইটি কাজশুরু হচ্ছে । সিভিল কোর্টের কাজ চলবে সকাল 11 টা থেকে দুপুর একটা পর্যন্ত । এরপর একঘণ্টা বিরতি থাকবে । আবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ক্রিমিনাল কোর্টএবং POCSO আদালতে মামলার কাজকর্ম চলবে ।
আদালতের কাজকর্ম চলাকালীনবেশকিছু বিধি নিষেধ মেনে চলতে হবে সকলকেই । আদালত চত্বরে প্রত্যেককেই মাস্ক পরেআসতে হবে । স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । আদালত চত্বরে কোনওরকম গাড়ি পার্কিংনিষিদ্ধ করা হয়েছে । মামলা চলাকালীন উভয় পক্ষের একজন করে উপস্থিত থাকবেন কোর্টরুমে । এছাড়াও উভয় পক্ষের আইনজীবী থাকবেন এবং একজন সহযোগী থাকতে পারবেন ।