গঙ্গাজলঘাটি, 5 সেপ্টেম্বর : বাঁকুড়া সদর থানার পর এবার গঙ্গাজলঘাঁটির কাপিষ্টার এক মন্দির থেকে কয়েক লাখ টাকার গয়না চুরি হল । গতরাতে ঘটনাটি ঘটে । গয়নার পাশাপাশি প্রণামী বাক্সও হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
সম্প্রতি বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডাকাতি ও চুরির ঘটনা বেড়েছে । কিছুদিন আগে বিষ্ণুপুরে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে । এবার কাপিষ্টার অন্নপূর্ণা মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে সেবাইত মন্দিরে গিয়ে দেখেন, প্রধান দরজার তালা ভাঙা । দেবী মূর্তির গায়ের গয়না উধাও । প্রণামী বাক্সটিও নেই । প্রায় সাত থেকে আট ভরি সোনার গয়না ও 10 ভরি রুপোর গয়না চুরি গেছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি । গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে খবর, চুরির আগে মন্দিরের আশপাশের বিভিন্ন বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় গতরাতে । ঘটনার সময় কেউ যাতে বাড়ির বাইরে না বের হতে পারে তাই দুষ্কৃতীরা এই পদ্ধতি অবলম্বন করেছিল বলে মনে করছেন স্থানীয়রা । গত কয়েক মাস ধরে যেভাবে বাঁকুড়ায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে তাতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষজন । এই ঘটনার উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গ্রামবাসী ।