ETV Bharat / state

শুশুনিয়া পাহাড়ে আগুনের ঘটনায় অভিযোগ দায়ের বনদপ্তরের

শুশুনিয়া পাহাড়ের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বনদপ্তরের তরফে ব্যবহার করা হয়েছে ড্রোন।

Shushunia Hills
শুশুনিয়া পাহাড়
author img

By

Published : Apr 9, 2020, 11:26 PM IST




বাঁকুড়া, 9 এপ্রিল : 7 এপ্রিল দুপুর থেকে শুশুনিয়া পাহাড়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনা ঘটে। ওই দিন বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । গভীর রাতে ফের আগুন লাগে ।পরদিন সকালে আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন এলাকায়। 8 তারিখ সকালেও বাঁকুড়া থেকে দমকল গিয়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বনদপ্তরের তরফে ব্যবহার করা হয় ড্রোন।

ড্রোনের সাহায্যে আগুনের উৎসগুলো খুঁজে বের করে তা নেভানো হয়েছে বলে জানান বাঁকুড়ার উত্তর বন বিভাগের আধিকারিক ভাস্কর জেভি । তিনি জানান, বুধবার বিকেলে বৃষ্টি হওয়ায় পাহাড়ের আগুন নেভানো সম্ভব হয়।

তিনি বলেন, "এই আগুনের ঘটনা খুব বড় হতে পারত তবে আমরা সময় থাকতে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে আগুন লেগেছিল পাহাড়ের দক্ষিণ-পূর্ব দিকে ভরতপুর বা পাহাড় বেরিয়া গ্রামের কাছে। এই আগুন লাগার পিছনে কারও হাত আছে বলেই আমাদের কাছে খবর। এই বিষয়ে আমরা স্থানীয় ফরেস্ট প্রটেকশন কমিটিকে নির্দেশ দিয়েছি তদন্ত করতে ।" তিনি বলেন, "পুলিশের কাছেও আমরা অভিযোগ জানিয়েছি অপরাধীদের খুঁজে বের করতে।"




বাঁকুড়া, 9 এপ্রিল : 7 এপ্রিল দুপুর থেকে শুশুনিয়া পাহাড়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনা ঘটে। ওই দিন বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । গভীর রাতে ফের আগুন লাগে ।পরদিন সকালে আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন এলাকায়। 8 তারিখ সকালেও বাঁকুড়া থেকে দমকল গিয়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বনদপ্তরের তরফে ব্যবহার করা হয় ড্রোন।

ড্রোনের সাহায্যে আগুনের উৎসগুলো খুঁজে বের করে তা নেভানো হয়েছে বলে জানান বাঁকুড়ার উত্তর বন বিভাগের আধিকারিক ভাস্কর জেভি । তিনি জানান, বুধবার বিকেলে বৃষ্টি হওয়ায় পাহাড়ের আগুন নেভানো সম্ভব হয়।

তিনি বলেন, "এই আগুনের ঘটনা খুব বড় হতে পারত তবে আমরা সময় থাকতে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে আগুন লেগেছিল পাহাড়ের দক্ষিণ-পূর্ব দিকে ভরতপুর বা পাহাড় বেরিয়া গ্রামের কাছে। এই আগুন লাগার পিছনে কারও হাত আছে বলেই আমাদের কাছে খবর। এই বিষয়ে আমরা স্থানীয় ফরেস্ট প্রটেকশন কমিটিকে নির্দেশ দিয়েছি তদন্ত করতে ।" তিনি বলেন, "পুলিশের কাছেও আমরা অভিযোগ জানিয়েছি অপরাধীদের খুঁজে বের করতে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.