ETV Bharat / state

মৃত্যুর তদন্তে গড়িমসির অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ - unnatural death of the woman in bankura

যুবতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে গড়িমসির অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ ৷ ঘণ্টাখানেক পর কাউন্সিলরের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা ৷

unnatural death of the woman
থানা ঘেরাও বিক্ষোভ বাঁকুড়ায়
author img

By

Published : Aug 28, 2020, 2:52 PM IST

বিষ্ণুপুর, 28 অগাস্ট : যুবতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠল ৷ গতকাল বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুরের 16 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তন্ময় ঘোষ পুলিশের সঙ্গে কথা বলেন ৷ পুলিশ উপযুক্ত পদক্ষেপ শীঘ্রই নেবে বলে আশ্বাস দেন ৷ তারপর বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷

24 অগাস্ট বিষ্ণুপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তুঁতুবাড়ি এলাকায় এক যুবতির দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৷ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ মৃতার নাম প্রিয়া লাহা (20) ৷ পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর স্বামী তাঁকে মারধর করে ৷ পরে খুন করে ৷ সোমবার যুবতির স্বামী প্রলয় কুণ্ডু ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে মৃতের পরিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তারপরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এখনও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রয়েছে প্রলয় ৷

জানা গেছে, মাস দু'য়েক আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মঙ্গলাপুর গ্রামের বাসিন্দা প্রলয় কুণ্ডুর সঙ্গে প্রিয়ার বিয়ে হয় ৷ প্রায়ই অতিরিক্ত অর্থের দাবিতে মারধর করত প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজন ৷ বেশ কয়েকদিন আগে প্রিয়া তার বাবার বাড়ি আসে ৷ তাঁর সঙ্গে প্রলয়ও আসে ৷

বিষ্ণুপুর, 28 অগাস্ট : যুবতির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠল ৷ গতকাল বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুরের 16 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তন্ময় ঘোষ পুলিশের সঙ্গে কথা বলেন ৷ পুলিশ উপযুক্ত পদক্ষেপ শীঘ্রই নেবে বলে আশ্বাস দেন ৷ তারপর বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷

24 অগাস্ট বিষ্ণুপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তুঁতুবাড়ি এলাকায় এক যুবতির দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৷ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ মৃতার নাম প্রিয়া লাহা (20) ৷ পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর স্বামী তাঁকে মারধর করে ৷ পরে খুন করে ৷ সোমবার যুবতির স্বামী প্রলয় কুণ্ডু ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে মৃতের পরিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তারপরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এখনও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রয়েছে প্রলয় ৷

জানা গেছে, মাস দু'য়েক আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মঙ্গলাপুর গ্রামের বাসিন্দা প্রলয় কুণ্ডুর সঙ্গে প্রিয়ার বিয়ে হয় ৷ প্রায়ই অতিরিক্ত অর্থের দাবিতে মারধর করত প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজন ৷ বেশ কয়েকদিন আগে প্রিয়া তার বাবার বাড়ি আসে ৷ তাঁর সঙ্গে প্রলয়ও আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.