ETV Bharat / state

2021-র জন্য জোর প্রস্তুতি, জেলা BJP-তে আসছে নতুন মুখ - new members in BJP in Bankura

জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা শুরু করল দলীয় নেতৃত্ব ৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল ৷

BJP
দলীয় কার্যালয়
author img

By

Published : Nov 26, 2019, 5:51 PM IST

বাঁকুড়া, 26 নভেম্বর : লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দু'টি আসন দখল করেছে BJP ৷ উৎসাহ পেয়েছেন জেলার BJP-র কর্মী-সমর্থকরা ৷ তাই জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা শুরু করল দলীয় নেতৃত্ব ৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল ৷

বাঁকুড়ায় BJP-র মোট 26টি মণ্ডল ছিল, যা 29টি করা হচ্ছে ৷ এক্ষেত্রে, সংগঠন বিস্তারের সুবিধার্থে ইন্দপুর মণ্ডলকে দু'টি ভাগে ভাগ করা হয়েছে ৷ বাঁকুড়া সদর মণ্ডলকে মোট তিনটি ভাগে ভাগ করা হচ্ছে ৷ ইতিমধ্য, 27টি মণ্ডল নির্বাচিত করা হয়েছে ৷ কয়েকদিনের মধ্যে বাঁকুড়া সদরের কাজও সেরে ফেলা হবে বলে BJP সূত্রে জানানো হয়েছে ৷

প্রস্তুতি নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র

জেলার 29টি মণ্ডলের মধ্যে ইতিমধ্যে 12টি মণ্ডলে নতুন মুখ আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে ছ'জন একেবারেই যুবক ৷ পাশাপাশি, জঙ্গলমহলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান জেলা BJP সভাপতি ৷ আজ থেকেই মণ্ডল সভাপতিদেরকেও নিজের নিজের এলাকায় সংগঠনের কাজে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

বাঁকুড়া, 26 নভেম্বর : লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দু'টি আসন দখল করেছে BJP ৷ উৎসাহ পেয়েছেন জেলার BJP-র কর্মী-সমর্থকরা ৷ তাই জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা শুরু করল দলীয় নেতৃত্ব ৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল ৷

বাঁকুড়ায় BJP-র মোট 26টি মণ্ডল ছিল, যা 29টি করা হচ্ছে ৷ এক্ষেত্রে, সংগঠন বিস্তারের সুবিধার্থে ইন্দপুর মণ্ডলকে দু'টি ভাগে ভাগ করা হয়েছে ৷ বাঁকুড়া সদর মণ্ডলকে মোট তিনটি ভাগে ভাগ করা হচ্ছে ৷ ইতিমধ্য, 27টি মণ্ডল নির্বাচিত করা হয়েছে ৷ কয়েকদিনের মধ্যে বাঁকুড়া সদরের কাজও সেরে ফেলা হবে বলে BJP সূত্রে জানানো হয়েছে ৷

প্রস্তুতি নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র

জেলার 29টি মণ্ডলের মধ্যে ইতিমধ্যে 12টি মণ্ডলে নতুন মুখ আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে ছ'জন একেবারেই যুবক ৷ পাশাপাশি, জঙ্গলমহলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান জেলা BJP সভাপতি ৷ আজ থেকেই মণ্ডল সভাপতিদেরকেও নিজের নিজের এলাকায় সংগঠনের কাজে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

Intro:2021 এর বিধানসভার কথা মাথায় রেখে ঘর বানানোর কাজে হাত দিল বাঁকুড়া জেলা বিজেপি।


Body:গত লোকসভা নির্বাচনে যেভাবে বাঁকুড়ার মত জেলায় দুটি আসন দখল করেছে বিজেপি তাতে বেশ কিছুটা উৎসাহ পেয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা। এই অবস্থায় জেলা বিজেপিতে বেশ কিছু নতুন মুখ তুলে আনার পরিকল্পনা নিল দলীয় নেতৃত্ব। পাশাপাশি সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মন্ডলের এলাকার ও পরিবর্তন করা হল। বাঁকুড়া জেলায় বিজেপির মোট 26 টি মণ্ডল ছিল যা 29 টি করা হচ্ছে। এক্ষেত্রে সংগঠন বিস্তারের সুবিধার্থে ইনপুর মন্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং বাঁকুড়া সদর মন্ডলকে মোট তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। ইতিমধ্যে সাতাশটি মন্ডল মন্ডল সভাপতি নির্বাচিত করা হয়েছে। দিন কয়েকের মধ্যে বাঁকুড়া সদর এর কাজ ও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে বিজেপি সূত্রে। জেলার 29 টি মন্ডলের মধ্যে ইতিমধ্যে 12 টি মন্ডলের নতুন মুখ আনা হয়েছে যাদের স্বজন একেবারেই যুবক। পাশাপাশি জঙ্গলমহল কে আরো বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি।
আজ থেকেই মন্ডল সভাপতি দেরকে তাদের নিজের নিজের এলাকায় সংগঠনের কাজে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিজেপির তরফ এ।


Conclusion:বাইট: বিবেকানন্দ পাত্র, বিজেপি সভাপতি বাঁকুড়া জেলা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.