ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গলা টিপে খুন শিশুকন্যাকে - বাঁকুড়া

সকালে অশান্তি চরম আকার নেয় । প্রতিবেশীরা হঠাৎ বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পান ।

Bankura
ছবি
author img

By

Published : May 4, 2020, 9:30 PM IST

বাঁকুড়া, 4 মে : বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর । সেই সন্দেহ থেকেই বচসা দম্পতির । বচসা এতদূর গড়ায় যে শেষ পর্যন্ত নিজেদের পাঁচ বছরের কন্যাকে গলা টিপে হত্যা করে দম্পতি । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার মালিয়াড়া গ্রামে । অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিশ ।

অভিযুক্তদের নাম সুজিত মণ্ডল ও তার স্ত্রী লতিকা মণ্ডল । আজই ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । প্রতিবেশীরা জানিয়েছে, বছর ছ'য়েক আগে সোনামুখীর বাসিন্দা লতিকার সঙ্গে সুজিতের বিয়ে হয় । তবে বছর কয়েক ধরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই অশান্তি শুরু হয় বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ।

আজ সকালে অশান্তি চরম আকার নেয় । প্রতিবেশীরা হঠাৎ বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পান । তারপর তাদের সন্দেহ হয় । খবর পাঠানো হয় থানায় । বড়জোড়া থানার পুলিশ এসে সুজিত ও লতিকাকে গ্রেপ্তার করে। আগামীকাল ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

বাঁকুড়া, 4 মে : বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর । সেই সন্দেহ থেকেই বচসা দম্পতির । বচসা এতদূর গড়ায় যে শেষ পর্যন্ত নিজেদের পাঁচ বছরের কন্যাকে গলা টিপে হত্যা করে দম্পতি । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার মালিয়াড়া গ্রামে । অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিশ ।

অভিযুক্তদের নাম সুজিত মণ্ডল ও তার স্ত্রী লতিকা মণ্ডল । আজই ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । প্রতিবেশীরা জানিয়েছে, বছর ছ'য়েক আগে সোনামুখীর বাসিন্দা লতিকার সঙ্গে সুজিতের বিয়ে হয় । তবে বছর কয়েক ধরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই অশান্তি শুরু হয় বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ।

আজ সকালে অশান্তি চরম আকার নেয় । প্রতিবেশীরা হঠাৎ বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পান । তারপর তাদের সন্দেহ হয় । খবর পাঠানো হয় থানায় । বড়জোড়া থানার পুলিশ এসে সুজিত ও লতিকাকে গ্রেপ্তার করে। আগামীকাল ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.