ETV Bharat / state

তিন মাস বন্ধ মিড ডে মিল, পঠনপাঠন; ক্লাস করালেন স্কুল পরিদর্শক

author img

By

Published : Nov 8, 2019, 5:31 AM IST

Updated : Nov 9, 2019, 12:20 AM IST

গত তিন মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না । স্কুলেও মিড-ডে-মিল পাচ্ছেনা ছাত্রছাত্রীরা । শুধু তাই নয়, বিদ্যালয়ে স্থায়ী শিক্ষিকা নিজের কাজে যোগ না দেওয়ায় ডেপুটেশনে শিক্ষিকা রেখে কোনও মতে চালানো হচ্ছে স্কুল । নিয়মিত ক্লাস হয় না বলে অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা । অবশেষে পরিস্থিতি সামাল দিতে স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়ালেন স্কুল পরিদর্শক ।

ক্লাস করালেন স্কুল পরিদর্শক

বাঁকুড়া, 8 নভেম্বর : প্রায় তিন মাস মিড ডে মিল বন্ধ বিদ্যালয়ে ৷ ক্লাসও হয় না নিয়মিত । অবশেষে পরিস্থিতি সামাল দিতে স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়ালেন স্কুল পরিদর্শক । এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়া শহরের কুচকুচিয়ার মনসামাতা শিশু শিক্ষা নিকেতনে ৷

গত তিন মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না । স্কুলেও মিড-ডে-মিল পাচ্ছেনা ছাত্রছাত্রীরা । শুধু তাই নয়, বিদ্যালয়ে স্থায়ী শিক্ষিকা নিজের কাজে যোগ না দেওয়ায় ডেপুটেশনে শিক্ষিকা রেখে কোনও মতে চালানো হচ্ছে স্কুল । নিয়মিত ক্লাস হয় না বলে অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা । প্রায় সময়ই বাচ্চাদের স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হয় । এই অবস্থায় ডেপুটেশনে থাকা শিক্ষিকা মিড ডে মিলের দায়িত্ব নিতেও নারাজ । বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরের নজরে থাকলেও কোনও সুরাহা হয়নি । ডেপুটেশনে থাকা ওই শিক্ষিকা স্কুল শিক্ষা দপ্তর কে জানান শারীরিক কারণে তিনি এক মাস ছুটিতে থাকবেন ।

এলাকার মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে আজ স্কুল পরিদর্শককে ছুটে আসতে হয় স্কুলে এবং শেষমেষ তিনি নিজেই ক্লাস নেন ছাত্রছাত্রীদের । স্কুল পরিদর্শক জানান, স্কুলের শিক্ষিকা আদালতের দ্বারস্থ হয়ে অন্যত্র কাজে যোগ দিয়েছেন ৷ তাঁকে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কারণ জানাননি ৷ পাশাপাশি, এই স্কুলে যোগ দিতে নারাজ বলে জানিয়ে দিয়েছেন ওই শিক্ষিকা । এই অবস্থায় বাধ্য হয়ে ডেপুটেশনে একজনকে রেখে স্কুলটি চালু রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বাঁকুড়া সদর পূর্ব চক্রে মোট 99টি প্রাথমিক স্কুল রয়েছে ৷ যেখানে বর্তমানে মোট 289জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । ছাত্রছাত্রী ও স্কুলের নিরিখে প্রায় 80 জন শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে বলেও জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে । স্কুলের এরকম বেহাল অবস্থা দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁদের অভিযোগ, এলাকায় মূলত গরিব মানুষের বসবাস হওয়ায় এই স্কুলকে একেবারে অবহেলার চোখে দেখা হয় ।

বাঁকুড়া, 8 নভেম্বর : প্রায় তিন মাস মিড ডে মিল বন্ধ বিদ্যালয়ে ৷ ক্লাসও হয় না নিয়মিত । অবশেষে পরিস্থিতি সামাল দিতে স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়ালেন স্কুল পরিদর্শক । এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়া শহরের কুচকুচিয়ার মনসামাতা শিশু শিক্ষা নিকেতনে ৷

গত তিন মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না । স্কুলেও মিড-ডে-মিল পাচ্ছেনা ছাত্রছাত্রীরা । শুধু তাই নয়, বিদ্যালয়ে স্থায়ী শিক্ষিকা নিজের কাজে যোগ না দেওয়ায় ডেপুটেশনে শিক্ষিকা রেখে কোনও মতে চালানো হচ্ছে স্কুল । নিয়মিত ক্লাস হয় না বলে অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা । প্রায় সময়ই বাচ্চাদের স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হয় । এই অবস্থায় ডেপুটেশনে থাকা শিক্ষিকা মিড ডে মিলের দায়িত্ব নিতেও নারাজ । বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরের নজরে থাকলেও কোনও সুরাহা হয়নি । ডেপুটেশনে থাকা ওই শিক্ষিকা স্কুল শিক্ষা দপ্তর কে জানান শারীরিক কারণে তিনি এক মাস ছুটিতে থাকবেন ।

এলাকার মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে আজ স্কুল পরিদর্শককে ছুটে আসতে হয় স্কুলে এবং শেষমেষ তিনি নিজেই ক্লাস নেন ছাত্রছাত্রীদের । স্কুল পরিদর্শক জানান, স্কুলের শিক্ষিকা আদালতের দ্বারস্থ হয়ে অন্যত্র কাজে যোগ দিয়েছেন ৷ তাঁকে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কারণ জানাননি ৷ পাশাপাশি, এই স্কুলে যোগ দিতে নারাজ বলে জানিয়ে দিয়েছেন ওই শিক্ষিকা । এই অবস্থায় বাধ্য হয়ে ডেপুটেশনে একজনকে রেখে স্কুলটি চালু রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বাঁকুড়া সদর পূর্ব চক্রে মোট 99টি প্রাথমিক স্কুল রয়েছে ৷ যেখানে বর্তমানে মোট 289জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । ছাত্রছাত্রী ও স্কুলের নিরিখে প্রায় 80 জন শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে বলেও জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে । স্কুলের এরকম বেহাল অবস্থা দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁদের অভিযোগ, এলাকায় মূলত গরিব মানুষের বসবাস হওয়ায় এই স্কুলকে একেবারে অবহেলার চোখে দেখা হয় ।

Intro:প্রায় তিন মাস মিড ডে মিল বন্ধ বিদ্যালয়, ক্লাস হচ্ছে না নিয়মিত। অবশেষে পরিস্থিতি সামাল দিতে এসআইকে এসে ক্লাস করতে হলো বাঁকুড়া শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে।


Body:বাঁকুড়া শহরের কুচকুচিয়ার মনসা মেলা প্রাথমিক বিদ্যালয় গত তিন মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না। স্কুলে লেও মিড-ডে-মিল পাচ্ছেনা এলাকার ছাত্র-ছাত্রীরা। শুধু তাই নয় বিদ্যালয়ে স্থায়ী শিক্ষিকা নিজের কাজে যোগ না দেয়ায় ডেপুটেশনে শিক্ষিকা রেখে কোনমতে চালানো হচ্ছে স্কুলটি। এরইমধ্যে নিয়মিত ক্লাস হয় না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রায় সময়ই বাচ্চাদের স্কুলে এসে বাড়ি ফিরে যেতে হয়।
এই অবস্থায় ডেপুটেশনে থাকা শিক্ষিকা মিড ডে মিল এর দায়িত্ব নিতেও নারাজ। বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরের নজরে থাকলেও কোন সুরাহা হয়নি। গতকাল রাত্রে ডেপুটেশনে থাকা ওই শিক্ষিকা স্কুল শিক্ষা দপ্তর কে জানান শারীরিক কারণে তিনি এক মাস ছুটিতে থাকবেন।
এলাকার মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে আজ স্কুল পরিদর্শক কে ছুটে আসতে হয় এই স্কুলে এবং শেষমেষ তিনি নিজেই ক্লাস নেন বাচ্চাদের।
স্কুল পরিদর্শক জানান স্কুলের জিনিসই শিক্ষিকা তিনি আদালতের দ্বারস্থ হয়ে অন্যত্র কাজে যোগ দিয়েছেন তাকে বারবার নোটিশ করা সত্ত্বেও তিনি কারণ জানাননি এবং এই স্কুলে যোগ দিতে নারাজ বলে জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় তারা বাধ্য হয়ে ডেপুটেশনে একজনকে রেখে স্কুলটি চালু রেখেছেন। বাঁকুড়া সদর পূর্ব চক্রে মোট 99 টি প্রাথমিক স্কুল রয়েছে যেখানে বর্তমানে মোট 289 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ছাত্র-ছাত্রী ও স্কুলের নিরিখে প্রায় 80 জন শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে বলেও জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে।
এদিকে এলাকার মানুষের দাবি, এলাকাটি মূলত গরিব মানুষের বসবাস তাই এই স্কুলকে একেবারে অবহেলার চোখে দেখা হয়।


Conclusion:বাইট: দিপু বাউরী, অভিভাবক
বাইট: নুপুর বাউরী, ছাত্রী
বাইট: সরমা বাগদী, মিড ডে মিল রাধুনী
বাইট: সজল মাহাতো, বিদ্যালয় পরিদর্শক বাঁকুড়া সদর পূর্ব চক্র
Last Updated : Nov 9, 2019, 12:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.