রানিবাঁধ, 24 অগস্ট : রানিবাঁধ বিধানসভার হলুদকানালীতে সোমবার বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশ নেন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ৷ গন্তব্য ছিল 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে নিহত বিজেপি কর্মী অজিত মুর্মুর বাড়ি ৷ কিন্তু মাঝপথে শহিদ সম্মান যাত্রা আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশের এই আচরণের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী-সহ ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাস্তায় ধর্নায় বসে পড়েন । সেই সময় মন্ত্রী সুভাষ সরকার জানান, 24 ঘণ্টার মধ্যে শহিদের বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ সেই কথা রাখলেন তিনি ৷
আজ সকালে নিহত দলীয় কর্মী অজিত মুর্মুর বাড়ি পুনশা গ্রামে যান কেন্দ্রীয় মন্ত্রী ৷ সঙ্গে ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সেখানে পৌঁছে মানপত্র ও শাল দিয়ে নিহত কর্মীর স্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি অজিত মুর্মুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী সুভাষ সরকার ৷
আজ নিহত দলীয় কর্মীর বাড়ি পৌঁছে তিনি বলেন, "2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের এক বিজেপি কর্মী অজিত মুর্মুকে তৃণমূলের গুন্ডারা খুন করে ৷ গতকাল আমরা অজিতের বাড়ি আসতে চাইলে পথে পুলিশ প্রশাসন আমাদের আটকে দেয় ৷ সেখানেই সিদ্ধান্ত নিই 24 ঘণ্টার মধ্যে এখানে আসব ৷ সেই কথা মতোই আজ এখানে এসে ভাই অজিতকে শ্রদ্ধা জানালাম ৷ ওঁর মা, স্ত্রী, পুত্র ও দাদার সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করলাম ৷"
আরও পড়ুন : Shahid Samman Yatra : তালিবানি শাসন চলছে, শহিদ সম্মান যাত্রায় পুলিশি বাধায় মন্তব্য সুভাষ সরকারের