ETV Bharat / state

পরপর 4 টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার কালীমন্দিরে

বাঁকুড়া সদর থানা থেকে ঢিল ছোঁড়া দূরে বাঁকুড়া স্টেশন মোড় রেল ফটকের পাশের কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ৷

পরপর 4 টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার কালীমন্দিরে
পরপর 4 টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার কালীমন্দিরে
author img

By

Published : Mar 18, 2021, 2:57 PM IST

বাঁকুড়া, 18 মার্চ : দুঃসাহসিকভাবে একটি কালীমন্দিরে চুরি করল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্টেশন মোড় এলাকায় ৷ মন্দির চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

বাঁকুড়া স্টেশন মোড় রেল ফটকের পাশেই বারানসী কালীমন্দির ৷ মন্দিরের বাইরে একটি দরজা ৷ আর দরজার বাইরে একটি লোহার গেট ৷ দরজা ও গেট মিলিয়ে মোট 4 টি তালা ৷ পরপর 4 টি তালা ভেঙে প্রায় 50 হাজার টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷

পরপর 4 টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার কালীমন্দিরে

গতকাল রাতের ঘটনা ৷ আজ সকালে মন্দিরের সেবাইত মন্দির পরিষ্কার করতে গেলে ঘটনাটি তার নজরে আসে ৷ তিনিই স্থানীয়দের ঘটনাটি জানান ৷ পরে মন্দিরের ভিতর ঢুকে দেখা যায় অলংকার, সোনার মুকুট, সীতাহার, রূপার জিভ, ব্রেসলেট সহ একাধিক গহনা লুট হয়েছে ৷

বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয় ৷ সদর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : শান্তিপুরে কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি

স্থানীয় বাসিন্দা কৌশিক ঘোষাল জানান, "পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে ৷ মায়ের সব গয়নাই চুরি হয়ে গিয়েছে ৷ এমনকি প্রণামী বাক্সও লুট করেছে দুষ্কৃতীরা ৷ "

প্রতি রাতে নিরাপত্তারক্ষী পাহাড়া দেয় এলাকায় ৷ তারপরও কীভাবে তাদের নজর এড়িয়ে মন্দিরে চুরি হল কিছুতেই তা বুঝে উঠতে পারছে না স্থানীয়রা ৷ ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও ৷

বাঁকুড়া, 18 মার্চ : দুঃসাহসিকভাবে একটি কালীমন্দিরে চুরি করল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্টেশন মোড় এলাকায় ৷ মন্দির চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

বাঁকুড়া স্টেশন মোড় রেল ফটকের পাশেই বারানসী কালীমন্দির ৷ মন্দিরের বাইরে একটি দরজা ৷ আর দরজার বাইরে একটি লোহার গেট ৷ দরজা ও গেট মিলিয়ে মোট 4 টি তালা ৷ পরপর 4 টি তালা ভেঙে প্রায় 50 হাজার টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷

পরপর 4 টি তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার কালীমন্দিরে

গতকাল রাতের ঘটনা ৷ আজ সকালে মন্দিরের সেবাইত মন্দির পরিষ্কার করতে গেলে ঘটনাটি তার নজরে আসে ৷ তিনিই স্থানীয়দের ঘটনাটি জানান ৷ পরে মন্দিরের ভিতর ঢুকে দেখা যায় অলংকার, সোনার মুকুট, সীতাহার, রূপার জিভ, ব্রেসলেট সহ একাধিক গহনা লুট হয়েছে ৷

বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয় ৷ সদর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : শান্তিপুরে কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি

স্থানীয় বাসিন্দা কৌশিক ঘোষাল জানান, "পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে ৷ মায়ের সব গয়নাই চুরি হয়ে গিয়েছে ৷ এমনকি প্রণামী বাক্সও লুট করেছে দুষ্কৃতীরা ৷ "

প্রতি রাতে নিরাপত্তারক্ষী পাহাড়া দেয় এলাকায় ৷ তারপরও কীভাবে তাদের নজর এড়িয়ে মন্দিরে চুরি হল কিছুতেই তা বুঝে উঠতে পারছে না স্থানীয়রা ৷ ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.