বাঁকুড়া, 7 এপ্রিল : বিগত কিছুদিন ধরে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রেশন ডিলারের সাথে স্থানীয় মানুষদের বচসার খবর ETV ভারতের প্রতিবেদনে উঠে এসেছে ৷ সেই খবরের জেরে বাঁকুড়া সদর মহকুমা শাসক সুদীপ্ত দাস এবং আধিকারিকরা বিভিন্ন এলাকার রেশন ডিলারদের দোকান পরিদর্শন করেন ।
গত 5 এপ্রিল বাঁকুড়ার ছাতনা থানার ঘোলগোড়া গ্রামে রেশন দ্রব্য পরিমাণে কম দেওয়া সমেত একাধিক দুর্নীতির অভিযোগে রেশন ডিলারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় যেতে হয় পুলিশকে । 6 এপ্রিল বাঁকুড়ার ইন্দাস থানার ইন্দাস ব্লক আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভকারীদের অভিযোগ ছিল অনেকের ৷ আবেদন করার পরও মেলেনি নতুন রেশন কার্ড । রেশন দোকানে কম পরিমাণ খাদ্যদ্রব্য দিচ্ছে স্থানীয় রেশন ডিলার । যদিও ঐদিন বিক্ষোভকারীদের কোন কথাই ব্লক আধিকারিক শোনেননি বলে অভিযোগ । এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং রেশন ডিলারের বিরুদ্ধে কী কী অভিযোগ গ্রাহকদের তা খতিয়ে দেখতে আজ বাঁকুড়া সদর মহকুমা শাসক সুদীপ্ত দাস এবং অন্য কয়েকটি ব্লকের ব্লক আধিকারিকরা বিভিন্ন এলাকার রেশন ডিলারদের ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন ।
এবিষয়ে বাঁকুড়ার জেলাশাসক এস অরুন প্রসাদ ETV ভারতকে জানান, আমরা বেশ কয়েকটি জায়গায় অভিযোগ পেয়েছিলাম এবং সেই অভিযোগের ভিত্তিতে আমাদের প্রশাসনের আধিকারিকরা আজ সেই সমস্ত এলাকায় পরিদর্শন করেছেন । তারা বিস্তারিত রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তবে রাজ্য সরকারের যে গণবণ্টন ব্যবস্থা রয়েছে সেখানে কালোবাজারি করার সুযোগ রেশন ডিলারের নেই বললেই চলে । কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি জমায়েত হয়ে যাওয়ার ফলে রেশন ডিলার যথেষ্ট সমস্যায় পড়ছেন । সেই সব জায়গাতেই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় সে বিষয়েও আমরা নির্দেশ দিয়েছি । রেশনে যদি কেউ মাল কম দিয়ে থাকেন তাহলে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব বলেও জানান বাঁকুড়ার জেলাশাসক ।
আধিকারিকদের রিপোর্টে যদি কারোর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলাশাসক ।