ETV Bharat / state

বাঁকুড়ার প্রতাপপুর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

author img

By

Published : Jun 30, 2021, 5:03 PM IST

গতকাল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর গ্রামে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষের পর যে ন'জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা সকলেই বিজেপি কর্মী দাবি করে ।

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা
বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

প্রতাপপুর, ৩০ জুন: বাঁকুড়ার প্রতাপপুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ ও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মোট ন'জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । গতকাল ঘটনার পর থেকে গ্রামে লাগাতার তল্লাশি চালিয়ে এই ন'জনকে গ্রেফতার করে পুলিশ ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানউতোর । গতকাল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর গ্রামে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ।

বিজেপির দাবি স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যর কাছে একশো দিনের কাজ সহ বিভিন্ন দাবিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় । তাকে কেন্দ্র করেই ঘটে সংঘর্ষের ঘটনা । সংঘর্ষের পর যে ন'জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা সকলেই বিজেপি কর্মী দাবি করে ।

বিজেপির বক্তব্য পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে । অবিলম্বে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব ।

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

আরও পড়ুন...দুঃস্থদের ত্রাণ বিলি করলেন বিধায়ক চন্দনা

অন্যদিকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি পঞ্চায়েত সদস্যর কাছে একশো দিনের কাজ চাওয়া যায় না । তার জন্য পঞ্চায়েতে আবেদন জানাতে হয় । আসলে বিজেপি গতকাল পরিকল্পিত ভাবে অস্ত্র-শস্ত্র নিয়ে তৃণমূল কর্মী ও তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে । বিজেপির এই হামলার প্রতিবাদে এলাকায় পাল্টা আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।

প্রতাপপুর, ৩০ জুন: বাঁকুড়ার প্রতাপপুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ ও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মোট ন'জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । গতকাল ঘটনার পর থেকে গ্রামে লাগাতার তল্লাশি চালিয়ে এই ন'জনকে গ্রেফতার করে পুলিশ ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানউতোর । গতকাল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর গ্রামে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ।

বিজেপির দাবি স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যর কাছে একশো দিনের কাজ সহ বিভিন্ন দাবিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় । তাকে কেন্দ্র করেই ঘটে সংঘর্ষের ঘটনা । সংঘর্ষের পর যে ন'জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা সকলেই বিজেপি কর্মী দাবি করে ।

বিজেপির বক্তব্য পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে । অবিলম্বে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব ।

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

আরও পড়ুন...দুঃস্থদের ত্রাণ বিলি করলেন বিধায়ক চন্দনা

অন্যদিকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি পঞ্চায়েত সদস্যর কাছে একশো দিনের কাজ চাওয়া যায় না । তার জন্য পঞ্চায়েতে আবেদন জানাতে হয় । আসলে বিজেপি গতকাল পরিকল্পিত ভাবে অস্ত্র-শস্ত্র নিয়ে তৃণমূল কর্মী ও তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে । বিজেপির এই হামলার প্রতিবাদে এলাকায় পাল্টা আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.