ETV Bharat / state

মল্লারপুরে কিশোর-মৃত্যুর ঘটনায় বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ যুব মোর্চার - বীরভূমে পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ BJP - র

আজ সকাল 11 টা থেকে এই অবরোধ কর্মসূচি চলে দুপুর 12 টা পর্যন্ত । 60 নম্বর জাতীয় সড়কে এই অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন ৷ সমস্যায় পড়েন বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রীরা ।

BJP protests on Bankura National Highway over teenager's death in Mallarpur police custody
বীরভূমে পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ BJP - র
author img

By

Published : Oct 31, 2020, 2:15 PM IST

বাঁকুড়া, 31 অক্টোবর : বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP যুব মোর্চার । বীরভূমের মল্লারপুরে পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া শহরের কেরানিবাঁধ তিনমাথার মোড়ে BJP যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷

আজ সকাল 11 টা থেকে এই অবরোধ কর্মসূচি চলে দুপুর 12 টা পর্যন্ত । 60 নম্বর জাতীয় সড়কের এই অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন ৷ সমস্যায় পড়েন বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রীরা । শুভ মেহেনা নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে সপ্তমীর রাতে ৷ অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির না করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ । গতকাল ওই কিশোর পুলিশি হেপাজতে থাকাকালীনই মারা যায় ।

মল্লারপুরের পুলিশী হেপাজতে কিশোর মৃত্যুর ঘটনায় বাঁকুড়ার জাতীয় সড়কে BJP - র বিক্ষোভ

ঘটনার জেরে আজ বাঁকুড়া জেলা BJP যুব মোর্চার কর্মী ও সমর্থকরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । রাজ্যের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে BJP - র তরফে ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করা হয়েছে । পাশাপাশি, ঘটনার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে বলেও মন্তব্য করেন জেলা যুব মোর্চার নেতৃত্ব ।

বাঁকুড়া, 31 অক্টোবর : বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP যুব মোর্চার । বীরভূমের মল্লারপুরে পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া শহরের কেরানিবাঁধ তিনমাথার মোড়ে BJP যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷

আজ সকাল 11 টা থেকে এই অবরোধ কর্মসূচি চলে দুপুর 12 টা পর্যন্ত । 60 নম্বর জাতীয় সড়কের এই অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন ৷ সমস্যায় পড়েন বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রীরা । শুভ মেহেনা নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে সপ্তমীর রাতে ৷ অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির না করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ । গতকাল ওই কিশোর পুলিশি হেপাজতে থাকাকালীনই মারা যায় ।

মল্লারপুরের পুলিশী হেপাজতে কিশোর মৃত্যুর ঘটনায় বাঁকুড়ার জাতীয় সড়কে BJP - র বিক্ষোভ

ঘটনার জেরে আজ বাঁকুড়া জেলা BJP যুব মোর্চার কর্মী ও সমর্থকরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । রাজ্যের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে BJP - র তরফে ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করা হয়েছে । পাশাপাশি, ঘটনার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে বলেও মন্তব্য করেন জেলা যুব মোর্চার নেতৃত্ব ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.