বাঁকুড়া, 11 জুলাই: বাঁকুড়ার ইন্দাসে BJP পার্টি অফিস ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ জানানো হয়নি ৷
গতকাল সকালে ইন্দাস থানার মঙ্গলপুর এলাকার বেলাতন গ্রামে অবস্থিত BJP অফিসে আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুষ্কৃতীরা স্থানীয় BJP কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় ৷
স্থানীয় BJP নেতৃত্বরাও তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলেন ৷ তাদের অভিযোগ, এই এলাকায় মূলত খেতমজুর পরিবারগুলির বসবাস ৷ বাসিন্দাদের অধিকাংশই BJP সমর্থক ৷ তারা প্রতিদিন কার্যালয়ে এসে বসতেন এবং দলের কর্মসূচি নিয়ে আলোচনা করতেন ৷ কয়েকদিন আগেই কার্যালয়ে BJP-র দলীয় পতাকাও লাগানো হয় ৷ এরপরই গতকাল একদল দুষ্কৃতী আচমকা এসে ভাঙচুর চালাতে শুরু করে এবং তারপর আগুন লাগিয়ে দেয় ৷
এর আগে 7 জুলাই শ্যামাপ্রসাদ মুখ্য়োপাধ্যায়ের জন্মদিন পালন করাকে কেন্দ্র করেও ইন্দাসের হেয়াতনগরে BJP-র সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয় ও বোমাবাজির অভিযোগ ওঠে ৷ BJP কর্মীদের বাড়ি-গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷
তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তৃমমূলের যোগসাজশ নেই ৷ BJP-র অন্তরকলহের কারণেই এই ঘটনা ঘটেছে ৷