বাঁকুড়া, 19 অগস্ট : বিজেপি (BJP) বিধায়ক চন্দনা বাউরির (Chandana Bauri) দ্বিতীয় বিয়ের অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে বাঁকুড়ায় ৷ জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শালতোড়ার (Saltora) বিধায়ক চন্দনা ৷ তাঁর দাবি, পুরোটাই বিরোধীদের অপপ্রচার ৷ তাঁকে অপদস্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷
যদিও বৃহস্পতিবার সকালে একটি সূত্র মারফত খবর পাওয়া যায় যে বিজেপির এই বিধায়ক স্বামীর ঘর ছেড়ে পালিয়েছেন কৃষ্ণপদ কুণ্ডু নামে এক ব্যক্তির সঙ্গে ৷ বুধবার রাতে তাঁরা পালিয়ে যান ৷ আর তার পর রাতেই তাঁরা বিয়ে করে নেন ৷ তাঁদের বিয়ের একটি ছবিও প্রকাশ্যে চলে আসে ৷
আরও পড়ুন : ঘর-কন্যা সামলেও মেহনতি মানুষের কথা বিধানসভায় পৌঁছে দিতে চান চন্দনা
স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে হইচই পড়ে যায় সর্বত্র ৷ কারণ, প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই চন্দনা সংবাদ শিরোনামে রয়েছেন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নির্বাচনী প্রচারে এসে তাঁর নাম আলাদা করে উল্লেখ করেন ৷ তার পরে ভোটে জয় একধাক্কায় তাঁর জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দেয় ৷ যাঁর মাথাগোঁজার ঠাঁই নেই, তিনি জনপ্রতিনিধি, এই বিষয়টির জন্যই সবচেয়ে বেশি নজরে আসেন চন্দনা বাউরি ৷
আরও পড়ুন : মুখোমুখি শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি
তাই তাঁর সম্পর্কে এমন ঘটনার খবর সামনে আসতে হইচই পড়বে সেটাই স্বাভাবিক ৷ অস্বস্তিতে পড়ে যান বিজেপির জেলার নেতারা ৷ কটাক্ষ শুরু হয়ে যায় শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে ৷ এই পরিস্থিতিতে জানা যায় যে চন্দনা বাউরি তাঁর শ্বশুরবাড়িতেই তিন সন্তানের সঙ্গে রয়েছেন ৷
পরে স্বামী শ্রবণ বাউরিকে পাশে বসিয়ে একটি ফেসবুক লাইভও করেন চন্দনা ৷ সেখানে তিনি দাবি করেন যে, বিরোধীরা চক্রান্ত করে তাঁর বদনাম করছে ৷ স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তিনি থানায় চলে গিয়েছিলেন ৷ পরে অবশ্য ভুল বুঝতে পেরেছেন ৷ বিরোধীরা বারবার তাঁর নামে মিথ্যা অভিযোগ করছে বলেও তিনি দাবি করেন ৷
আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
যদিও জেলা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে কৃষ্ণপদ কুণ্ডু বিবাহিত ৷ তাঁর স্ত্রী পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে বলে খবর ৷ তবে এখনও পর্যন্ত এই নিয়ে বিজেপির জেলা নেতৃত্বের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷