বাঁকুড়া, 12জুন: লকডাউনে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে পথে BJP। আন্দোলনে নামলেন বাঁকুড়া শহরের BJP কর্মী সমর্থকরা।
কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। তাই যা বিদ্যুতের বিল এসেছে তা মকুব করতে হবে এমনি দাবি তোলেন জেলা BJP কর্মী সমর্থকরা। এই দাবিতে BJP নগর মণ্ডলের তরফে বিদ্যুৎ বণ্টন কম্পানির বিভাগীয় আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
জেলা BJPএর সভাপতি সুনীতি নন্দীর নেতৃত্বে এদিন বিদ্যুৎ বণ্টন দপ্তরের সামনে হাজির হন। সেখানে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করেন।
BJPএর দাবি, দেশজুড়ে লকডাউন চলাকালীন দোকানপাট, হাটবাজার থেকে কল কারখানা সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে গরীব খেটে খাওয়া মানুষ কঠিন আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। কাজ বন্ধ, রোজগার বন্ধ এই পরিস্থিতিতে কোনও ভাবেই এই সমস্ত মানুষের পক্ষে বিল মেটানো সম্ভব নয়। অতএব লক ডাউনের তিন মাস বিদুৎ বিল মকুব করতে হবে । এবিষয়ে যদি উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে বলেন তাঁরা।