ETV Bharat / state

Bhaiphonta 2023: এই গ্রামে হয় না 'ভাইফোঁটা', চল নেই মূর্তি পুজোরও; রইল বাঁকুড়ার অজনা কাহিনি

আজ ভাইফোঁটা ৷ রাজ্যজুড়ে ভাই-দাদাদের কপালে বোন-দিদিরা ফোঁটা দেবেন ৷ তবে এই রাজ্যেই এমন একটি গ্রাম আছে যেখানে এই নিয়ম মানা হয় না । এই বিশেষ দিনে সেই অজানা কাহিনির হদিশ দিল ইটিভি ভারত ৷

ETV Bharat
বদড়া গ্রামে ভাইফোঁটা হয় না
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 8:19 AM IST

Updated : Nov 15, 2023, 9:58 AM IST

বাঁকুড়ার বদড়া গ্রামে ভাইদের ফোঁটা দেওয়ার রীতি নেই

বাঁকুড়া, 15 নভেম্বর: "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা", এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া 2 নম্বর ব্লকের বদড়া গ্রামে ৷ এই গ্রামে পালিত হয় না ভাইফোঁটা ৷ অবাক হলেও ঘটনাটা সত্যি ৷ বুধবার সকাল থেকে রাজ্যের সর্বত্র ভাইফোঁটা হচ্ছে। উৎসবে মেতে উঠেছেন সবাই ৷ ঠিক তখনই বাঁকুড়ার এই গ্রামের বোনেরা ফোঁটা দেবে না ভাইদের ৷

বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে ৷ এই প্রসঙ্গে গ্রামেরই এক বাসিন্দা প্রদীপ কুমার রায় বললেন, আনুমানিক 300-400 বছর আগে এলাকাটায় জঙ্গল ছিল ৷ সেই সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে গিয়েছিলেন ৷ জঙ্গলে হিংস্র বাঘের হাতে তিনি প্রাণ হারান ৷ ভাইফোঁটার দিনে এমন দুর্ঘটনার পর থেকে বদড়া গ্রামে আর ভাইফোঁটাৈ পালিত হয় না ৷

বদড়া গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরও লোককথা ৷ এই গ্রামে মূর্তি পূজা হয় না ৷ গ্রামে রয়েছে মহামায়ার থান ৷ গ্রামবাসী দেবীর ভক্ত ৷ পরবর্তীকালে গ্রামে ভাইফোঁটা শুরু হয় ৷ কিন্তু তখন জমি সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয় ৷ শুরু হয় মামলা মোকদ্দমাও। এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তারপর ফের বন্ধ হয়ে যায় ভাইফোঁটা পালন ৷

দীর্ঘদিন ধরেই দিদি বা বোনেদের হাতের ভাইফোঁটার স্বাদ পেত না বদড়া গ্রামের ছেলেরা ৷ তবে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদড়া গ্রামেও ৷ গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা বলছে, ভাইফোঁটার মতো আনন্দদায়ক উৎসব থেকে ছোট ছেলে-মেয়েদের বঞ্চিত করা ঠিক নয় ৷ তাই কিছু কিছু পরিবার ভাইফোঁটা পালন করছে ৷ তবে নয়া স্রোতে গা ভাসিয়ে দেন না এমন পরিবারের সংখ্যা আজও বেশি।

বিগত কয়েক বছর ধরে গ্রামের একাংশে ভাই ফোঁটা পালন হচ্ছে ৷ গ্রামবাসী পিনাকি রায়ের বাড়িতে আজ পালিত হবে ভাই ফোঁটা ৷ তিনি তাঁর মেয়ের আবদার ফেলতে পারবেন না বলে জানালেন ৷ তাই এই ভাইফোঁটার আয়োজন ৷ বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু না-বলা গল্প ৷ বাঁকুড়ার পল্লি সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস ৷ প্রত্যেকটি বিশ্বাসের পিছনেই রয়েছে একটি করে কারণ । সেই কারণের পাশাপাশি তার বর্তমান প্রেক্ষাপটটা জানাও একইরকম জরুরি ৷

আরও পড়ুন:

1. ভাইফোঁটার শুভ দিন, কাটবে কেমন জেনে নিন

2. কথামতো 'বড়মা'র মন্দিরে পুজো দিলেন অভিষেক, করলেন আরতিও

3. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের

বাঁকুড়ার বদড়া গ্রামে ভাইদের ফোঁটা দেওয়ার রীতি নেই

বাঁকুড়া, 15 নভেম্বর: "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা", এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া 2 নম্বর ব্লকের বদড়া গ্রামে ৷ এই গ্রামে পালিত হয় না ভাইফোঁটা ৷ অবাক হলেও ঘটনাটা সত্যি ৷ বুধবার সকাল থেকে রাজ্যের সর্বত্র ভাইফোঁটা হচ্ছে। উৎসবে মেতে উঠেছেন সবাই ৷ ঠিক তখনই বাঁকুড়ার এই গ্রামের বোনেরা ফোঁটা দেবে না ভাইদের ৷

বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে ৷ এই প্রসঙ্গে গ্রামেরই এক বাসিন্দা প্রদীপ কুমার রায় বললেন, আনুমানিক 300-400 বছর আগে এলাকাটায় জঙ্গল ছিল ৷ সেই সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে গিয়েছিলেন ৷ জঙ্গলে হিংস্র বাঘের হাতে তিনি প্রাণ হারান ৷ ভাইফোঁটার দিনে এমন দুর্ঘটনার পর থেকে বদড়া গ্রামে আর ভাইফোঁটাৈ পালিত হয় না ৷

বদড়া গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরও লোককথা ৷ এই গ্রামে মূর্তি পূজা হয় না ৷ গ্রামে রয়েছে মহামায়ার থান ৷ গ্রামবাসী দেবীর ভক্ত ৷ পরবর্তীকালে গ্রামে ভাইফোঁটা শুরু হয় ৷ কিন্তু তখন জমি সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয় ৷ শুরু হয় মামলা মোকদ্দমাও। এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তারপর ফের বন্ধ হয়ে যায় ভাইফোঁটা পালন ৷

দীর্ঘদিন ধরেই দিদি বা বোনেদের হাতের ভাইফোঁটার স্বাদ পেত না বদড়া গ্রামের ছেলেরা ৷ তবে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদড়া গ্রামেও ৷ গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা বলছে, ভাইফোঁটার মতো আনন্দদায়ক উৎসব থেকে ছোট ছেলে-মেয়েদের বঞ্চিত করা ঠিক নয় ৷ তাই কিছু কিছু পরিবার ভাইফোঁটা পালন করছে ৷ তবে নয়া স্রোতে গা ভাসিয়ে দেন না এমন পরিবারের সংখ্যা আজও বেশি।

বিগত কয়েক বছর ধরে গ্রামের একাংশে ভাই ফোঁটা পালন হচ্ছে ৷ গ্রামবাসী পিনাকি রায়ের বাড়িতে আজ পালিত হবে ভাই ফোঁটা ৷ তিনি তাঁর মেয়ের আবদার ফেলতে পারবেন না বলে জানালেন ৷ তাই এই ভাইফোঁটার আয়োজন ৷ বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু না-বলা গল্প ৷ বাঁকুড়ার পল্লি সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস ৷ প্রত্যেকটি বিশ্বাসের পিছনেই রয়েছে একটি করে কারণ । সেই কারণের পাশাপাশি তার বর্তমান প্রেক্ষাপটটা জানাও একইরকম জরুরি ৷

আরও পড়ুন:

1. ভাইফোঁটার শুভ দিন, কাটবে কেমন জেনে নিন

2. কথামতো 'বড়মা'র মন্দিরে পুজো দিলেন অভিষেক, করলেন আরতিও

3. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের

Last Updated : Nov 15, 2023, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.