ETV Bharat / state

Bengal civic polls 2022 : টিকিট না পাওয়ার অভিমান সরিয়ে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল নেত্রী - পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন 2022

পৌরসভা নির্বাচনে (Begal civic polls 2022) টিকিট না পাওয়ার মান অভিমান কাটিয়ে বিক্ষুব্ধ নেত্রী বাঁকুড়ার তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচার চালালেন ।

Begal civic polls 2022: Rebel leader campaigns for Bankura TMC candidate
টিকিট না পাওয়ার অভিমান কাটিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে বিক্ষুব্ধ নেত্রী
author img

By

Published : Feb 21, 2022, 9:25 PM IST

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি রাজ্য়ের বিভিন্ন পৌরসভায় নির্বাচন (Begal civic polls 2022)। শেষবেলায় মরিয়া প্রচার চালাচ্ছে সব দলই ৷ অনেক আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে সবাই ময়দানে নেমে পড়েছে । বাঁকুড়া (Bankura civic polls 2022) শহরের মোট পৌরসভার সংখ্যা 24টি । 2019-এর লোকসভা ভোটে 24টির মধ্যে 23টিতেই জয়জয়কার ছিল বঙ্গ বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটে 24টির মধ্যে 7টি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস । এ বার পৌরসভায় ঘুরে দাঁড়াতে ঝাঁপিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ ভুলে প্রচারে সামিল হয়েছেন তৃণমূলে বিক্ষুব্ধ নেত্রীও (Rebel leader campaigns for Bankura TMC candidate) ৷

বাঁকুড়া শহরের 23 নম্বর ওয়ার্ডে এ বার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইতু দাস ৷ এই ওয়ার্ড গত পৌর নির্বাচনে বিজেপির দখলে ছিল । প্রথমে প্রার্থী পদ ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলার লতিকা হালদার ৷ রীতিমতো চোখের জলে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি । দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন ৷ দলীয় নেতৃত্বের অনুরোধের পরেও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি ৷

আরও পড়ুন: Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব

কিন্তু অবশেষে মান অভিমানের পালা কাটিয়ে নির্বাচনে না লড়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে রাজি হন লতিকা হালদার । আজ 23 নম্বর ওয়ার্ডে বিরাট মিছিল করে তৃণমূল প্রার্থী ইতু দাসের সমর্থনে প্রচার করতে দেখা গেল বিক্ষুব্ধ নেত্রীকে ।

টিকিট না পাওয়ার অভিমান কাটিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে বিক্ষুব্ধ নেত্রী

এ দিন তৃণমূলের প্রচার মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের পুর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ তথা 23 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব । শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "বড় পরিবার হলে মান অভিমান একটু হতেই পারে ৷ এখন সব মিটে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস পরিবারের দুই সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে প্রচার করছেন এবং এই ওয়ার্ড থেকে ব্যাপক ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে ৷"

আরও পড়ুন: WB Bye Election 2022 : আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি রাজ্য়ের বিভিন্ন পৌরসভায় নির্বাচন (Begal civic polls 2022)। শেষবেলায় মরিয়া প্রচার চালাচ্ছে সব দলই ৷ অনেক আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে সবাই ময়দানে নেমে পড়েছে । বাঁকুড়া (Bankura civic polls 2022) শহরের মোট পৌরসভার সংখ্যা 24টি । 2019-এর লোকসভা ভোটে 24টির মধ্যে 23টিতেই জয়জয়কার ছিল বঙ্গ বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটে 24টির মধ্যে 7টি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস । এ বার পৌরসভায় ঘুরে দাঁড়াতে ঝাঁপিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ ভুলে প্রচারে সামিল হয়েছেন তৃণমূলে বিক্ষুব্ধ নেত্রীও (Rebel leader campaigns for Bankura TMC candidate) ৷

বাঁকুড়া শহরের 23 নম্বর ওয়ার্ডে এ বার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইতু দাস ৷ এই ওয়ার্ড গত পৌর নির্বাচনে বিজেপির দখলে ছিল । প্রথমে প্রার্থী পদ ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলার লতিকা হালদার ৷ রীতিমতো চোখের জলে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি । দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন ৷ দলীয় নেতৃত্বের অনুরোধের পরেও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি ৷

আরও পড়ুন: Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব

কিন্তু অবশেষে মান অভিমানের পালা কাটিয়ে নির্বাচনে না লড়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে রাজি হন লতিকা হালদার । আজ 23 নম্বর ওয়ার্ডে বিরাট মিছিল করে তৃণমূল প্রার্থী ইতু দাসের সমর্থনে প্রচার করতে দেখা গেল বিক্ষুব্ধ নেত্রীকে ।

টিকিট না পাওয়ার অভিমান কাটিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে বিক্ষুব্ধ নেত্রী

এ দিন তৃণমূলের প্রচার মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের পুর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ তথা 23 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব । শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "বড় পরিবার হলে মান অভিমান একটু হতেই পারে ৷ এখন সব মিটে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস পরিবারের দুই সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে প্রচার করছেন এবং এই ওয়ার্ড থেকে ব্যাপক ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে ৷"

আরও পড়ুন: WB Bye Election 2022 : আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.