ETV Bharat / state

বাঁকুড়ার গ্রামে বুনো হাতির তাণ্ডব - বাঁকুড়ার উত্তর বনদপ্তর

বাঁকুড়ায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল প্রায় 20টি হাতি । দুই খেতমজুরের বাড়ি ভেঙে দেয় দলটি ।

village
village
author img

By

Published : Jun 24, 2020, 1:46 AM IST

বাঁকুড়া, 24 জুন : বাঁকুড়ায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল প্রায় 20টি হাতি । বেলুট গ্রামে দু'টি কাঁচাবাড়ি ভেঙে দেয় । কোনওরকমে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা।

বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় এবং বড়জোড়া রেঞ্জ এলাকায় 25 থেকে 30 টি হাতি রয়েছে । গতকাল সংগ্রামপুর বিটের বেলুট গ্রামে প্রায় 20টি হাতির একটি দল ঢুকে পড়ে । প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় স্থানীয় হারাধন মণ্ডল ও মধুসূদন লোহারের বাড়িতে । তাঁদের কাঁচাবাড়ি ভেঙে দেয় হাতির দলটি । কোনওরকমে ওই দুই পরিবারের সদস্যরা হাতির হাত থেকে পালিয়ে বাঁচেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বন বিভাগের প্রতিনিধিরা৷ তাঁরা আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফে জানানো হয়েছে, বেলিয়াতোড় রেঞ্জে কাঁটাবেসিয়া মৌজায় 23টি হাতি রয়েছে । এছাড়া সামন্তমারা এলাকায় একটি, বড়জোড়া রেঞ্জের পাবয়া এলাকায় দু'টি এবং বাঁকুড়া উত্তর রেঞ্জের কালজুড়ি এলাকায় একটি হাতি রয়েছে । এইসব এলাকার বাসিন্দাদের বন বিভাগের তরফে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে ।

বাঁকুড়া, 24 জুন : বাঁকুড়ায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল প্রায় 20টি হাতি । বেলুট গ্রামে দু'টি কাঁচাবাড়ি ভেঙে দেয় । কোনওরকমে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা।

বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় এবং বড়জোড়া রেঞ্জ এলাকায় 25 থেকে 30 টি হাতি রয়েছে । গতকাল সংগ্রামপুর বিটের বেলুট গ্রামে প্রায় 20টি হাতির একটি দল ঢুকে পড়ে । প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় স্থানীয় হারাধন মণ্ডল ও মধুসূদন লোহারের বাড়িতে । তাঁদের কাঁচাবাড়ি ভেঙে দেয় হাতির দলটি । কোনওরকমে ওই দুই পরিবারের সদস্যরা হাতির হাত থেকে পালিয়ে বাঁচেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বন বিভাগের প্রতিনিধিরা৷ তাঁরা আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফে জানানো হয়েছে, বেলিয়াতোড় রেঞ্জে কাঁটাবেসিয়া মৌজায় 23টি হাতি রয়েছে । এছাড়া সামন্তমারা এলাকায় একটি, বড়জোড়া রেঞ্জের পাবয়া এলাকায় দু'টি এবং বাঁকুড়া উত্তর রেঞ্জের কালজুড়ি এলাকায় একটি হাতি রয়েছে । এইসব এলাকার বাসিন্দাদের বন বিভাগের তরফে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.