বাঁকুড়া, 4 মে : লকডাউনের জেরে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার নারাসারাওপেটে আটকে পড়েছেন এ রাজ্যের 123 জন পড়ুয়া । আজ ETV ভারতের মাধ্যমে বাড়ি ফেরার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান তাঁরা । পালাডুগু নাগায়া চৌধুরি কোটা রঘু রামাইয়া এডুকেশন সোসাইটির পড়ুয়া এই 123 জন ।
রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়ারা সেখানে একসঙ্গে রয়েছেন । তাঁদের মধ্যে বাঁকুড়ার 21জন । তাঁদের মধ্যে আবার 14 জন সারেঙ্গার বাসিন্দা । তাঁরা যে হস্টেলে রয়েছেন তার পাশেই একটি কোয়ারানটিন সেন্টার করা হয়েছে । সেই সেন্টারে এখনও পর্যন্ত 104 জন কোরোনা আক্রান্ত বলে জানা গিয়েছে । এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা ।
এদিকে মে মাসে কলেজ বন্ধ থাকে । তাই হস্টেলে থাকতে গেলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিতে হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ । এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা ।
ইতিমধ্যেই কোটায় পাঠরত রাজ্যের পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার । একইভাবে যাতে তাঁদেরও ফেরানোর ব্যবস্থা করা হয়, তার আবেদন জানিয়েছেন তাঁরা । সৃষ্টি কিস্কু ও শেফালী হাঁসদা নামে দুই পড়ুয়া বলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দপ্তরে মেইল করে আবেদন জানিয়েছেন তাঁরা । বাঁকুড়ার জেলাশাসককেও জানানো হয়েছে । তবে এখনও সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ।