ETV Bharat / state

রেলের ঠিকাদার খুনে যাবজ্জীবন

Alipurduar
Alipurduar
author img

By

Published : Oct 16, 2020, 6:57 PM IST

আলিপুরদুয়ার, 14 অক্টোবর : এক রেলওয়ে ঠিকাদারকে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত । আলিপুরদুয়ারের কালচিনি এলাকার ঘটনা । এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সুপর্ণা বন্দোপাধ্যায় ।

উল্লেখ্য, 2012 সালের এপ্রিল মাসের 23 তারিখ আচমকাই নিখোঁজ হয়ে যান রেলের ঠিকাদার কৌশিক দে । কৌশিকের স্ত্রী ঝুম্পা দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কালচিনি থানার পুলিশ । ঘটনায় তিনজনের বিরুদ্ধে আলিপুরদুয়ার আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । 31/C জাতীয় সড়কের ধারে কৌশিকের মোটর বাইক উদ্ধার করে পুলিশ । 28 তারিখ কালচিনির পোরোবস্তির একটি কালভার্টের তলা থেকে কৌশিকের বস্তা বন্দী পচাগলা দেহ উদ্ধার হয় ।

ঘটনায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ । এই ঘটনায় পুলিশ কৌশিকের বন্ধু প্রদীপ রায় ,তপন রায়,দুলাল রায়ের বিরুদ্ধে মামলা রুজু করে । কৌশিক খুনের ঘটনায় 26 জনের সাক্ষীর ভিত্তিতে দীর্ঘ আট বছর এই মামলা চলার পর আজ আলিপুরদুয়ার আদালত অভিযুক্ত প্রদীপ রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ।অন্যদিকে অপর দুই অভিযুক্ত তপন ও দুলালকে বেকসুর খালাস করে দেন বিচারক । আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার বলেন, " সমস্ত সাক্ষী এবং প্রমানের ভিত্তিতে এই রায় । বিচারক অভিজুক্তকে যাবজ্জীবনের সাজা প্রদান করায় আইনের জয় হল ।"

আলিপুরদুয়ার, 14 অক্টোবর : এক রেলওয়ে ঠিকাদারকে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত । আলিপুরদুয়ারের কালচিনি এলাকার ঘটনা । এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সুপর্ণা বন্দোপাধ্যায় ।

উল্লেখ্য, 2012 সালের এপ্রিল মাসের 23 তারিখ আচমকাই নিখোঁজ হয়ে যান রেলের ঠিকাদার কৌশিক দে । কৌশিকের স্ত্রী ঝুম্পা দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কালচিনি থানার পুলিশ । ঘটনায় তিনজনের বিরুদ্ধে আলিপুরদুয়ার আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । 31/C জাতীয় সড়কের ধারে কৌশিকের মোটর বাইক উদ্ধার করে পুলিশ । 28 তারিখ কালচিনির পোরোবস্তির একটি কালভার্টের তলা থেকে কৌশিকের বস্তা বন্দী পচাগলা দেহ উদ্ধার হয় ।

ঘটনায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ । এই ঘটনায় পুলিশ কৌশিকের বন্ধু প্রদীপ রায় ,তপন রায়,দুলাল রায়ের বিরুদ্ধে মামলা রুজু করে । কৌশিক খুনের ঘটনায় 26 জনের সাক্ষীর ভিত্তিতে দীর্ঘ আট বছর এই মামলা চলার পর আজ আলিপুরদুয়ার আদালত অভিযুক্ত প্রদীপ রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ।অন্যদিকে অপর দুই অভিযুক্ত তপন ও দুলালকে বেকসুর খালাস করে দেন বিচারক । আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার বলেন, " সমস্ত সাক্ষী এবং প্রমানের ভিত্তিতে এই রায় । বিচারক অভিজুক্তকে যাবজ্জীবনের সাজা প্রদান করায় আইনের জয় হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.