ETV Bharat / state

কথা-বলা পুতুলের ডাকে কি ধরা দেবে চা বাগানের ত্রাস ? - জলদাপাড়া জাতীয় উদ্যান

দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বাগানগুলিতে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে । চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায় । ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । শ্রমিকরা যখন কাজে যান ও সেখান থেকে ফেরেন, তখন বনকর্মীদের পাহারা দিতে হয় । একই অবস্থা চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও ।

image
কথা বলা পুতুল
author img

By

Published : Dec 24, 2019, 10:47 PM IST

আলিপুরদুয়ার, 24 ডিসেম্বর : খাঁচায় চিতাবাঘ বন্দি করতে ছাগলের টোপ দিয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । সেই মতো খাঁচায় রাখা হয়েছিল তিনটি ছাগল । কিন্তু সাত দিন ধরে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে ছাগল তিনটি । তাই অবশেষে চিতাবাঘ ধরতে কথা-বলা পুতুলের শরণাপন্ন হচ্ছে উদ্যান কর্তৃপক্ষ ।

দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বাগানগুলিতে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে । চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায় । ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । শ্রমিকরা যখন কাজে যান ও সেখান থেকে ফেরেন, তখন বনকর্মীদের পাহারা দিতে হয় । একই অবস্থা চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও ।

ইতিমধ্যে পাঁচটি চা বাগানে সাতটি খাঁচা বসিয়েছে উদ্যান কর্তৃপক্ষ । তিনটি ছাগলকে টোপ হিসেবে রাখা হয় । তবে সাতদিন কেটে গেলেও ধরা পড়েনি চিতাবাঘ । অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের নীচে রাতভর থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে ছাগলগুলি । এর পরই বন বিভাগ ছাগলের বদলে কথা-বলা পুতুল খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয় । এখন দেখার পুতুলে কার্যসিদ্ধি হয় কি না ।

আলিপুরদুয়ার, 24 ডিসেম্বর : খাঁচায় চিতাবাঘ বন্দি করতে ছাগলের টোপ দিয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । সেই মতো খাঁচায় রাখা হয়েছিল তিনটি ছাগল । কিন্তু সাত দিন ধরে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে ছাগল তিনটি । তাই অবশেষে চিতাবাঘ ধরতে কথা-বলা পুতুলের শরণাপন্ন হচ্ছে উদ্যান কর্তৃপক্ষ ।

দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বাগানগুলিতে চিতাবাঘের উৎপাত শুরু হয়েছে । চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায় । ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । শ্রমিকরা যখন কাজে যান ও সেখান থেকে ফেরেন, তখন বনকর্মীদের পাহারা দিতে হয় । একই অবস্থা চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও ।

ইতিমধ্যে পাঁচটি চা বাগানে সাতটি খাঁচা বসিয়েছে উদ্যান কর্তৃপক্ষ । তিনটি ছাগলকে টোপ হিসেবে রাখা হয় । তবে সাতদিন কেটে গেলেও ধরা পড়েনি চিতাবাঘ । অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের নীচে রাতভর থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে ছাগলগুলি । এর পরই বন বিভাগ ছাগলের বদলে কথা-বলা পুতুল খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয় । এখন দেখার পুতুলে কার্যসিদ্ধি হয় কি না ।

Intro:আলিপুরদুয়ার:-খাচায় চিতা বন্দি করতে ছাগলে আস্থা রাখতে পারলো না জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।অবশেষে খাচায় চিতা ধরতে টকিং ডলের(পুতুলের) শরণাপন্ন উদ্যান কতৃপক্ষ।

Body:রাতভর প্রবল শীতে ঠকঠক করে কাপছে চিতার খাচায় রাখা টোপের ছাগল।গত সাতদিনে হাড়হিম ঠান্ডায় অসুস্থ হয়েছে টোপের তিন ছাগল।নতুন করে বনদফতরকে চিতা ধরতে ছাগল দিতে চাইছে না বাগান শ্রমিকরা। একপ্রকার বাধ্য হয়েই নরখাদক চিতা খাচায় বন্দি করতে টোপ হিসেবে টকিং ডলে আস্থা রাখছে।
গত দশদিন ধরে মাদারিহাট-বীড়পাড়া ব্লকের চা বলয়ে চিতার আক্রমনের ঘটনা ঘটে চলছে।
চিতার আক্রমনে চলতি মাসেই কুড়ি বছরের এক যুবতির মৃত্যু হয়েছে।চিতার আতংকে দিশেহারা একাধিক বাগানের শ্রমিক মহল্লা।
এই ব্লকের রামঝোড়া, তুলসীপাড়া, গেরগেন্ডা, লঙ্কাপাড়া, চা বাগানে চিতার আতংক জাকিয়ে বসেছে। শ্রমিকরা বাগানে কাজে যাচ্ছে বনদফরের পাহাড়ায়। ফের বাড়ি ফিরছে বন্দুকধারীদের নিরাপত্তায়।
একই অবস্থা এই ব্লকের চা বলয়ের স্কুল পড়ুয়াদেরও।
চিতার ভয়ে সিটিয়ে থাকা আদিবাসী মহল্লা সন্ধ্যা নামতেই ঘরবন্দি।
বাগান থেকে নরখাদ চিতা ধরতে পাচটি চা বাগানে সাতটি খাচা বসিয়েছে উদ্যান কতৃপক্ষ। তবে খাচা পাতার সময় সাতদিন অতিক্রান্ত করলেও অভিজ্ঞ চতুর নরখাদক বনদফরের টোপে পা দেয়নি।তবে প্রচন্ড ঠান্ডায় পাহাড় ঘেষা খোলা চা বাগানে রাতভর থাকতে থাকতে অসুস্থ হয়েছে গোটা তিনেক ছাগল।
এর পরই বনদফতর সিদ্ধান্ত গ্রহন করে খাচায় ছাগলের বদলে টকিং ডল বসানোর।


Conclusion:জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি,এফ,ও কুমার বিমল জানান ঠান্ডায় টোপের ছাগল গুলো অসুস্থ হয়ে যাচ্ছে। সে কারনেই ছাগলের বদলে খাচায় টকিং ডল বসানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.