আলিপুরদুয়ার, 6 জানুয়ারি: আলিপুরদুয়ারের মাদারিহাটে ভয়াবহ দুর্ঘটনা (Bus-Truck Accident) ৷ আহত কমপক্ষে 40 ৷ আশঙ্কাজনক 13 জন ৷ মৃত্যু হয়েছে 1 জনের ৷ মৃতের নাম বিশ্বজিৎ দাস (50) ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
জানা গিয়েছে, এদিন কামাক্ষাগুড়ি থেকে একটি বাস পিকনিক করতে ফাগু-র উদ্দেশ্যে যাচ্ছিল (Alipurduar News)। বাসটিতে প্রায় 45-50 জন যাত্রী ছিলেন ৷ যাঁরা সকলেই পিকনিক করতে যাচ্ছিলেন ৷ মাদারিহাট এলাকায় উলটো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সেই পিকনিকের বাসের মুখোমুখি ধাক্কা লাগে ।
দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান ৷ দুর্ঘটনায় কমপক্ষে 40 জন আহত হন ৷ পরে মাদারিহাট থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান । 2 শিশু-সহ 13 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাবার পথে বাসের কন্ডাক্টর বিশ্বজিৎ দাস (50)-এর মৃত্যু হয়েছে । আহতদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এদিকে দুর্ঘটনার জেরে মাদারিহাটে 48 এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পুলিশ ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরানোর ব্যবস্থা করেন ৷ তারপরেই যান চলাচল স্বাভাবিক হয় ৷
পিকনিক বাসে উপস্থিত কামাক্ষাগুড়ির বাসিন্দা দিবাকর পাল বলেন, "পিকনিক দলে 45-50 জন উপস্থিত ছিলেন । এই দুর্ঘটনায় প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েন । মাদারিহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।"
আরও পড়ুন: লরির সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
মাদারিহাটের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল বলেন, " পিকনিকের বাসের সঙ্গে একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রচুর মানুষ আহত হয়েছেন । বাসটি কামাক্ষাগুড়ি থেকে ফাগু এলাকার দিকে যাচ্ছিল পিকনিকের জন্য ৷ তখনই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।" দুর্ঘটনা প্রসঙ্গে বাসের চালক জানান, মাদারিহাটে রাস্তায় সিগন্যালে বাসটি দাঁড়িয়ে ছিল । এরপর সিগনাল সবুজ হওয়ায় গাড়ি চলতে শুরু করে ৷ সেই সময়েই উলটো দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয় ৷ আহত হন বাসের যাত্রীরা ৷"