ETV Bharat / state

Tiger Found in Buxa : তিন দশক পর বক্সায় দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

1998 সালের পর এই প্রথম বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল (Tiger found in Buxa ) ৷

Tiger found in Buxa
তিন দশক পর বক্সায় দেখা মিলল বাঘের
author img

By

Published : Dec 11, 2021, 9:05 PM IST

Updated : Dec 11, 2021, 10:21 PM IST

আলিপুরদুয়ার, 11 ডিসেম্বর : অবশেষে প্রায় তিন দশক পরে বক্সায় দেখা মিলল বাঘের । বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় গতকাল রাতেই দেখা মিলেছে বাঘ বাবাজির (Tiger found in Buxa ) । পাঁচ বছর অন্তর বাঘ গণনায় প্রত্যেকবারই বাঘের অস্তিত্বের জানান থাকলেও সচক্ষে বাঘ দেখেননি বনকর্মী থেকে বন কর্তারা । যে কারণে বক্সায় বাঘের অস্তিত্ব নিয়ে NTCA (ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি) ও সংশয় প্রকাশ করেছিল । বাঘের খোঁজ পেতে দীর্ঘদিন ধরে প্রায় শতাধিক ট্র্যাক ক্যামেরা বক্সার জঙ্গলে পেতে রেখেছিলেন বন দফতর । অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতেই ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই জ্বলন্ত ছবি । স্বভাবতই উৎসাহিত বন দফতরের কর্তা থেকে কর্মী প্রত্যেকেই ।

আলিপুরদুয়ারের জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘের সন্ধান পাওয়া গিয়েছে (royal bengal tiger found in Buxa) । ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে । শুক্রবার রাত 12টা বেজে দুই মিনিটে বাঘের ছবি ধরা পড়ে । এতে উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক থেকে বনকর্মীরা । কিন্তু বক্সার কোন এলাকায় বাঘের ছবি ধরা পরেছে তা জানানো হয়নি ।

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় বলেন, "গতকাল রাতে আমাদের বক্সা টাইগার রিজার্ভের একটি বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে । আমাদের কাছে এটা খুবই ভাল খবর । আমরা কয়েক সপ্তাহ ধরেই বাঘের পায়ের ছাপ ও বাঘের গতিবিধির খবর পাচ্ছিলাম । নদীর বেড়ে বাঘের পায়ের ছাপও আমরা পেয়েছি । এরপর আমরা সিদ্ধান্ত নিই ট্র‍্যাপ ক্যামেরা বসানোর । গতকাল রাতে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে । 1998 সালের পর এই প্রথম ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল ।" তিনি আরও বলেন, "এখনই লোকেশানটা কাউকে জানাতে চাইছি না । বাঘটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷"

আলিপুরদুয়ার, 11 ডিসেম্বর : অবশেষে প্রায় তিন দশক পরে বক্সায় দেখা মিলল বাঘের । বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় গতকাল রাতেই দেখা মিলেছে বাঘ বাবাজির (Tiger found in Buxa ) । পাঁচ বছর অন্তর বাঘ গণনায় প্রত্যেকবারই বাঘের অস্তিত্বের জানান থাকলেও সচক্ষে বাঘ দেখেননি বনকর্মী থেকে বন কর্তারা । যে কারণে বক্সায় বাঘের অস্তিত্ব নিয়ে NTCA (ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি) ও সংশয় প্রকাশ করেছিল । বাঘের খোঁজ পেতে দীর্ঘদিন ধরে প্রায় শতাধিক ট্র্যাক ক্যামেরা বক্সার জঙ্গলে পেতে রেখেছিলেন বন দফতর । অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতেই ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই জ্বলন্ত ছবি । স্বভাবতই উৎসাহিত বন দফতরের কর্তা থেকে কর্মী প্রত্যেকেই ।

আলিপুরদুয়ারের জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘের সন্ধান পাওয়া গিয়েছে (royal bengal tiger found in Buxa) । ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে । শুক্রবার রাত 12টা বেজে দুই মিনিটে বাঘের ছবি ধরা পড়ে । এতে উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক থেকে বনকর্মীরা । কিন্তু বক্সার কোন এলাকায় বাঘের ছবি ধরা পরেছে তা জানানো হয়নি ।

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় বলেন, "গতকাল রাতে আমাদের বক্সা টাইগার রিজার্ভের একটি বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে । আমাদের কাছে এটা খুবই ভাল খবর । আমরা কয়েক সপ্তাহ ধরেই বাঘের পায়ের ছাপ ও বাঘের গতিবিধির খবর পাচ্ছিলাম । নদীর বেড়ে বাঘের পায়ের ছাপও আমরা পেয়েছি । এরপর আমরা সিদ্ধান্ত নিই ট্র‍্যাপ ক্যামেরা বসানোর । গতকাল রাতে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে । 1998 সালের পর এই প্রথম ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল ।" তিনি আরও বলেন, "এখনই লোকেশানটা কাউকে জানাতে চাইছি না । বাঘটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷"

Last Updated : Dec 11, 2021, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.