ETV Bharat / state

এক মাসে লক্ষ্যমাত্রা আড়াই লাখ, আলিপুরদুয়ারে সদস্য সংগ্রহে পথে রাজু

author img

By

Published : Jul 28, 2019, 4:45 PM IST

আজ রাজু ব্যানার্জি শহরের বিশিষ্ট কিছু ব্যক্তিদের বাড়িতে গিয়ে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন । প্রথমে তিনি শহরের প্রবীণ আইনজীবী মোহিত বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর সদস্য পদ সংগ্রহ করেন । এরপর তিনি চলে যান শহরের আরেক আইনজীবী রঞ্জিত বড়ুয়ার বাড়ি । সেখানে থেকে তিনি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার হাটে চলে যান । সেখানে নির্দিষ্ট কয়েকটি বুথে ক্যাম্প করে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন ।

রাজু

আলিপুরদুয়ার, 28 জুলাই : আলিপুরদুয়ার জেলা BJP-র হয়ে সদস্য পদ সংগ্রহ করতে পথে নামল রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি ।
সূত্র বলছে, ১৬ জুলাই থেকে ১৬ অগাস্টের মধ্যে আড়াই লাখ সদস্য সংগ্রহ করতে না পারলে চলে যেতে পারে আলিপুরদুয়ার BJP জেলা নেতৃত্বের অনেকেরই পদ ৷ আলিপুরদুয়ার জেলা BJP-কে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য নেতৃত্ব ।ইতিমধ্যেই ১২ দিন অতিক্রান্ত । ১২ দিনে মাত্র ৫৪ হাজার সদস্য পদ সংগ্রহ করেছে জেলা নেতৃত্ব । হাতে সময় রয়েছে মাত্র ১৮-১৯ দিন । তাই সদস্য পদ সংগ্রহ করতে এবার ময়দানে নামলেন রাজু ব্যানার্জি ।

আজ রাজু শহরের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি গিয়ে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন । প্রথমে তিনি শহরের প্রবীণ আইনজীবী মোহিত বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর সদস্য পদ সংগ্রহ করেন । এরপর চলে যান শহরের আরেক আইনজীবী রঞ্জিত বড়ুয়ার বাড়ি । সেখান থেকে যান আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার হাটে । নির্দিষ্ট কয়েকটি বুথে ক্যাম্প করে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন ।


রাজু বলেন, "উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় BJP-র সদস্যপদ সংগ্রহ করাতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি ৷"

প্রসঙ্গত, দিন সাতেক আগে BJP-র রাজ্য সদস্যপদ বিস্তারক রথীন বসু আলিপুরদুয়ার জেলা BJP নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । সেই বৈঠকেই তিনি জেলা BJP-কে এক মাসে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন ।কড়া বার্তাও দেন যে এক মাসের মধ্যে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহ করতে না পারলে পদ যেতে পারে অনেক নেতার । এরপরই কোমর বেঁধে ময়দানে নামে জেলা নেতৃত্ব ।

আলিপুরদুয়ার, 28 জুলাই : আলিপুরদুয়ার জেলা BJP-র হয়ে সদস্য পদ সংগ্রহ করতে পথে নামল রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি ।
সূত্র বলছে, ১৬ জুলাই থেকে ১৬ অগাস্টের মধ্যে আড়াই লাখ সদস্য সংগ্রহ করতে না পারলে চলে যেতে পারে আলিপুরদুয়ার BJP জেলা নেতৃত্বের অনেকেরই পদ ৷ আলিপুরদুয়ার জেলা BJP-কে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য নেতৃত্ব ।ইতিমধ্যেই ১২ দিন অতিক্রান্ত । ১২ দিনে মাত্র ৫৪ হাজার সদস্য পদ সংগ্রহ করেছে জেলা নেতৃত্ব । হাতে সময় রয়েছে মাত্র ১৮-১৯ দিন । তাই সদস্য পদ সংগ্রহ করতে এবার ময়দানে নামলেন রাজু ব্যানার্জি ।

আজ রাজু শহরের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি গিয়ে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন । প্রথমে তিনি শহরের প্রবীণ আইনজীবী মোহিত বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর সদস্য পদ সংগ্রহ করেন । এরপর চলে যান শহরের আরেক আইনজীবী রঞ্জিত বড়ুয়ার বাড়ি । সেখান থেকে যান আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার হাটে । নির্দিষ্ট কয়েকটি বুথে ক্যাম্প করে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন ।


রাজু বলেন, "উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় BJP-র সদস্যপদ সংগ্রহ করাতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি ৷"

প্রসঙ্গত, দিন সাতেক আগে BJP-র রাজ্য সদস্যপদ বিস্তারক রথীন বসু আলিপুরদুয়ার জেলা BJP নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । সেই বৈঠকেই তিনি জেলা BJP-কে এক মাসে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন ।কড়া বার্তাও দেন যে এক মাসের মধ্যে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহ করতে না পারলে পদ যেতে পারে অনেক নেতার । এরপরই কোমর বেঁধে ময়দানে নামে জেলা নেতৃত্ব ।

Intro:আলিপুরদুয়ারঃ-আলিপুরদুয়ার জেলা বিজেপির হয়ে সদস্য পদ সংগ্রহ করতে পথে নামলো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি।

Body:এক মাসের মধ্যে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহ করতেই হবে। লক্ষ্য মাত্রা পৌছাতে না পারলে আলিপুরদুয়ার বিজেপি জেলা নেতৃত্বের অনেকের পদ চলে যেতে পারে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপিকে কড়া হুশিয়ারি দিয়েছে রাজ্যে নেতৃত্ব।
১৬ জুলাই থেকে ১৬ আগষ্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে রাজ্যে নেতৃত্ব। ইতিমধ্যেই ১২ দিন অতিক্রান্ত।১২ দিনে মাত্র ৫৪ হাজার সদস্য পদ সংগ্রহ করেছে জেলা নেতৃত্ব। জেলা বিজেপির হাতে সময় রয়েছে মাত্র ১৮-১৯ দিন। এই সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরন করতে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
এদিন রাজু ব্যানার্জি শহরের বিশিষ্ট কিছু ব্যাক্তিদের বাড়িতে গিয়ে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন।
প্রথমে তিনি শহরের প্রবিন আইনজীবী মোহিত বিশ্বাসের বাড়িতে গিয়ে তার সদস্য পদ সংগ্রহ করেন। এর পর তিনি চলে যান শহরের আরেক আইনজীবী রঞ্জিত বড়ুয়ার বাড়ি। সেখানে থেকে তিনি আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার হাটে চলে যান। সেখানে নির্দিষ্ট কয়েকটি বুথে ক্যাম্প করে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু করেন।


প্রসঙ্গত দিন সাতেক আগে বিজেপির Conclusion:রাজ্যে সদস্যপদ বিস্তারক রথীন বসু আলিপুরদুয়ার জেলা বিজেপির নেতৃত্বের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি জেলা বিজেপিকে এক মাসে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেন।
এবং তিনি জেলা নেতৃত্বকে কড়া বার্তা দেন যে এক মাসের মধ্যে আড়াই লাখ সদস্য পদ সংগ্রহ করতে না পারলে পদ যেতে পারে অনেক জেলা নেতৃত্বের।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.