আলিপুরদুয়ার , 12 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ৷ মৃতের পরিবারের অভিযোগ, রোগীর সঠিকভাবে চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল ৷ কিন্তু সিলিন্ডারে অক্সিজেন ছিল না ৷
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন মানিক সরকার (58) ৷ এক নম্বর ব্লকের নোনাই পুলের বাসিন্দা ৷ শুক্রবার মধ্যরাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হয় সেইসময় । রোগীর পাশেই ছিলেন তাঁর ছেলে চিন্ময় সরকার ৷ তিনি লক্ষ্য করেন , অক্সিজেন ফুরিয়েছে সিলিন্ডারে ৷ তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ৷ হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সিলিন্ডার বদলায় ৷ মানিকবাবুর শ্বাসকষ্ট বাড়তে থাকে ৷ তখন আবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানান চিন্ময় ৷ ফের সিলিন্ডার বদলানো হয় ৷ আরও একবার একই ঘটনা ঘটে ৷ অভিযোগ, তিনবারই খালি সিলিন্ডার দেওয়া হয় ৷
শ্বাসকষ্ট বাড়তে থাকে মানিকবাবুর ৷ রাত দেড়টা নাগাদ চিকিৎসক মানিক সরকারকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ছেলে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তাঁর বাবা মারা গেলেন ৷ তাঁর সঠিক চিকিৎসা হল না ৷ তিনি এই বিষয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করবেন ৷ লিখিত অভিযোগ জানাবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ৷
হাসপাতাল সুপার চিন্ময় বর্মণ জানিয়েছেন, কোনও রোগীর পরিবারের থেকে এমন কোনও অভিযোগ পাননি তিনি । অভিযোগ পেলে খতিয়ে দেখবেন ।
হাসপাতাল সূত্রের খবর, জেলা হাসপাতালে প্রয়োজনের তুলনায় মাত্রই দশ শতাংশ অক্সিজেন সিলিন্ডার আছে । যা প্রয়োজনের তুলনায় সামান্য ৷