ETV Bharat / state

অক্সিজেনহীন সিলিন্ডার দেওয়ায় রোগীমৃত্যুর অভিযোগ - সিলিন্ডারে অক্সিজেন ছিল না

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন মানিক সরকার (58) ৷ শুক্রবার মধ্যরাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হয় সেইসময় । কিন্তু সিলিন্ডারে ছিল না পর্যাপ্ত অক্সিজেন ৷ অভিযোগ, তিনবার অক্সিজেন সিলিন্ডার বদলানো হয় ৷ কিন্তু, কোনওটাতেই অক্সিজেন ছিল না ৷ রাত দেড়টা নাগাদ চিকিৎসক মানিক সরকারকে মৃত বলে ঘোষণা করেন ৷

death
author img

By

Published : Oct 12, 2019, 9:24 AM IST

Updated : Oct 12, 2019, 10:18 AM IST

আলিপুরদুয়ার , 12 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ৷ মৃতের পরিবারের অভিযোগ, রোগীর সঠিকভাবে চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল ৷ কিন্তু সিলিন্ডারে অক্সিজেন ছিল না ৷

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন মানিক সরকার (58) ৷ এক নম্বর ব্লকের নোনাই পুলের বাসিন্দা ৷ শুক্রবার মধ্যরাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হয় সেইসময় । রোগীর পাশেই ছিলেন তাঁর ছেলে চিন্ময় সরকার ৷ তিনি লক্ষ্য করেন , অক্সিজেন ফুরিয়েছে সিলিন্ডারে ৷ তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ৷ হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সিলিন্ডার বদলায় ৷ মানিকবাবুর শ্বাসকষ্ট বাড়তে থাকে ৷ তখন আবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানান চিন্ময় ৷ ফের সিলিন্ডার বদলানো হয় ৷ আরও একবার একই ঘটনা ঘটে ৷ অভিযোগ, তিনবারই খালি সিলিন্ডার দেওয়া হয় ৷

শ্বাসকষ্ট বাড়তে থাকে মানিকবাবুর ৷ রাত দেড়টা নাগাদ চিকিৎসক মানিক সরকারকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ছেলে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তাঁর বাবা মারা গেলেন ৷ তাঁর সঠিক চিকিৎসা হল না ৷ তিনি এই বিষয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করবেন ৷ লিখিত অভিযোগ জানাবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ৷

হাসপাতাল সুপার চিন্ময় বর্মণ জানিয়েছেন, কোনও রোগীর পরিবারের থেকে এমন কোনও অভিযোগ পাননি তিনি । অভিযোগ পেলে খতিয়ে দেখবেন ।

হাসপাতাল সূত্রের খবর, জেলা হাসপাতালে প্রয়োজনের তুলনায় মাত্রই দশ শতাংশ অক্সিজেন সিলিন্ডার আছে । যা প্রয়োজনের তুলনায় সামান্য ৷

আলিপুরদুয়ার , 12 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ৷ মৃতের পরিবারের অভিযোগ, রোগীর সঠিকভাবে চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল ৷ কিন্তু সিলিন্ডারে অক্সিজেন ছিল না ৷

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন মানিক সরকার (58) ৷ এক নম্বর ব্লকের নোনাই পুলের বাসিন্দা ৷ শুক্রবার মধ্যরাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হয় সেইসময় । রোগীর পাশেই ছিলেন তাঁর ছেলে চিন্ময় সরকার ৷ তিনি লক্ষ্য করেন , অক্সিজেন ফুরিয়েছে সিলিন্ডারে ৷ তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ৷ হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সিলিন্ডার বদলায় ৷ মানিকবাবুর শ্বাসকষ্ট বাড়তে থাকে ৷ তখন আবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানান চিন্ময় ৷ ফের সিলিন্ডার বদলানো হয় ৷ আরও একবার একই ঘটনা ঘটে ৷ অভিযোগ, তিনবারই খালি সিলিন্ডার দেওয়া হয় ৷

শ্বাসকষ্ট বাড়তে থাকে মানিকবাবুর ৷ রাত দেড়টা নাগাদ চিকিৎসক মানিক সরকারকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ছেলে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তাঁর বাবা মারা গেলেন ৷ তাঁর সঠিক চিকিৎসা হল না ৷ তিনি এই বিষয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করবেন ৷ লিখিত অভিযোগ জানাবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ৷

হাসপাতাল সুপার চিন্ময় বর্মণ জানিয়েছেন, কোনও রোগীর পরিবারের থেকে এমন কোনও অভিযোগ পাননি তিনি । অভিযোগ পেলে খতিয়ে দেখবেন ।

হাসপাতাল সূত্রের খবর, জেলা হাসপাতালে প্রয়োজনের তুলনায় মাত্রই দশ শতাংশ অক্সিজেন সিলিন্ডার আছে । যা প্রয়োজনের তুলনায় সামান্য ৷

Intro:আলিপুরদুয়ার:-মাথার সামনে খালি অক্সিজেন সিলিন্ডার। নাকে, মুখে প্রতিকি অক্সিজেন মাস্ক।পাচ ঘন্টায় পাল্টানো হলো পরপর তিনটে অক্সিজেন সিলন্ডার।অসহায় পরিবারের সামনেই হাত,পা,দাপড়াতে, দাপড়াতে মৃত্যুর কোলে ঢোলে পড়লো এক রোগি।

Body:অভিযোগ তিনটি অক্সিজেন সিলিন্ডার পালটানো হলেও কোন সিলিন্ডারেই ছিল না পর্যাপ্ত অক্সিজেন। শুধুমাত্র রোগির পরিবারকে চোখে ধুলো দিয়ে পাল্টানো হয়েছে অক্সিজেন সিলিন্ডার।আর পর্যাপ্ত অক্সিজেনের অভাবেই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হলো এক ব্যাক্তিকে। শুক্রবার গভির রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
ঘটনাকে কেন্দ্র করে ফের কর্তব্যে গাফিলতির প্রশ্নের মুখে পড়ল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল । অভিযোগ , সময় মতো অক্সিজেন না পেয়ে মারা গেলেন এক মরণাপন্ন রোগী । এমন অভিযোগ তুলেছেন মৃত রোগীর ছেলে । ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হন এক নম্বর ব্লকের নোনাই পুলের বাসিন্দা মানিক সরকার (৫৮) । শুক্রবার মধ্যরাতে তার শ্বাস কষ্ট উঠলে তাকে অক্সিজেন দেওয়া হয় । কিন্তু , শয্যার পাশে উপস্থিত তার ছেলে চিন্ময় সরকার জানান , পর পর দুটি অক্সিজেন সিলিন্ডার লাগানোর পরও সিলিন্ডার ঠিকঠাক কাজ না করায় তার বাবাকে তিন নম্বর সিলিন্ডার দেওয়া হয় । কিন্তু সেটিও কাজ করেনি । তার অভিযোগ , আমি কান্নাকাটি করেও অক্সিজেন পেলাম না । বাবা মারা গেল এদের গাফিলতিতে । এর বিচার চাই ।
পরবর্তীতে , রাত দেড় টা নাগাদ মানিকবাবু মারা যান । অন ডিউটি ডক্টর এসে তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মৃতের ছেলে ক্ষোভে ফুঁসে ওঠে ।
হাসপাতাল সূত্রের খবর জেলা হাসপাতালে প্রয়োজনের তুলনায় মাত্রই দশ শতাংশ অক্সিজেন সিলিন্ডার আছে। যা চাহিদার তুলনায় খুবই নগন্য।
হাসপাতাল সুপার চিন্ময় বর্মন জানিয়েছেন কোন রোগির পরিবারের থেকে এমন কোন অভিযোগ পাইনি।পেলে খতিয়ে দেখবো।



Conclusion:তবে মৃতের পুত্র জানিয়েছেন তিনি এই বিষয়ে আলিপুরদুয়ার থানা এবং হাসপাতাল কতৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করবেন।

Last Updated : Oct 12, 2019, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.