আলিপুরদুয়ার, 19 জুন : টানা ছয় দিন বিদ্যুৎ নেই এলাকায় । এর জেরে চরম বিপাকে প্রায় ২০ হাজার মানুষ । স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, লোকসভা ভোটে হারের বদলা নিতেই তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে বিদ্যুৎ বণ্টন কম্পানি গ্রামের মানুষকে এভাবে দুর্ভোগে ফেলেছে ।
আলিপুরদুয়ার শহর সংলগ্ন বিবেকানন্দ-১ পঞ্চায়েতে গত ছয় দিন ধরে বিদ্যুৎ নেই । ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । গত সোমবার রাতে বিদ্যুৎ বণ্টন কম্পানির অফিস ঘেরাও করে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এলাকায় বিজেপির ১২ নম্বর মণ্ডল সভাপতি দীপঙ্কর তালুকদারের অভিযোগ, লোকসভা ভোটে হারের বদলা নিতে তৃণমূলের নির্দেশে বিদ্যুৎ বণ্টন কম্পানি ছয়দিন ধরে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে । এলাকার বাসিন্দাদের ও BJP কর্মীদের শায়েস্তা করতে এই পন্থা নিয়েছে শাসক দল । রাজ্যে সরকারের নির্দেশে ফোন ধরছে না বিদ্যুৎ বণ্টন কম্পানির কর্মীরা । তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ১২/১৬০ ও ১২/১৬১ বুথে লোকসভা নির্বাচনে BJP লিড পেয়েছে । তার বদলা নিতেই তৃণমূল স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগে ফেলেছে ।
বিবেকানন্দ ১ অঞ্চলের তৃণমূল সভাপতি কমল রায় অবশ্য BJP-র অভিযোগ উড়িয়ে বলেন, "অমূলক কথা বলছে । এর কোনও ভিত্তি নেই । যদি ওই অভিযোগ সত্যি হত তবে পুরো বিবেকানন্দ ১ পঞ্চায়েতেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হত । আসলে ওই দুটো এলাকায় কিছু সমস্যা আছে । তবে তা মিটে যাবে। " বিষয়টি নিয়ে ১২/১৬০ বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা রায় বিদ্যুৎ বণ্টন কম্পানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন । তাঁর অভিযোগ, "বিদ্যুৎ বণ্টন কম্পানির অফিসে ফোন করলে ফোন ধরে না । অভিযোগ করলেও পাত্তা দেয় না ।" এলাকার গৃহবধূ মিনা দাস বলেন "টানা ছয়দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই । আমরা চরম দুর্ভোগে পড়েছি । কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই ।" বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার বিদ্যুৎ বণ্টন কম্পানির কোনও আধিকারিক মন্তব্য করেননি ।