ETV Bharat / state

জয় নিয়ে 101 শতাংশ আশাবাদী দশরথ - Counting Preparation

"আমরা 101 পারসেন্ট জিতব ।" গণনা শুরুর আগে এমনই মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে ।

দশরথ তিরকে
author img

By

Published : May 23, 2019, 8:13 AM IST

Updated : May 23, 2019, 8:22 AM IST

আলিপুরদুয়ার, 23 মে: গণনা শুরুর আগেই জয়ের বিষয়ে আশাপ্রকাশ করলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে । জেতার বিষয়ে ১০১ শতাংশ আশাবাদী বলে মন্তব্য করেন তিনি ।

আজ আলিপুরদুয়ার কলেজে গণনাকেন্দ্রে ঢোকার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ দশরথ তিরকে বলেন,"প্রায় 40 দিন আগে থেকেই আমরা দাবি করে আসছি, আমরাই জিতব । আমরা 101 পারসেন্ট জিতব ।"

শুনুন বক্তব্য

আলিপুরদুয়ার, 23 মে: গণনা শুরুর আগেই জয়ের বিষয়ে আশাপ্রকাশ করলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে । জেতার বিষয়ে ১০১ শতাংশ আশাবাদী বলে মন্তব্য করেন তিনি ।

আজ আলিপুরদুয়ার কলেজে গণনাকেন্দ্রে ঢোকার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ দশরথ তিরকে বলেন,"প্রায় 40 দিন আগে থেকেই আমরা দাবি করে আসছি, আমরাই জিতব । আমরা 101 পারসেন্ট জিতব ।"

শুনুন বক্তব্য
sample description
Last Updated : May 23, 2019, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.