ETV Bharat / state

টানা বৃষ্টির জের, ভয়াল রূপ তোর্সার

টানা বৃষ্টির জেরে রুদ্র রূপ ধারণ করছে তোর্সা নদী । পাঁচটি পাকাবাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে । আরও দশটি বাড়ি তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে । এলাকায় পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । শুরু উদ্ধার কাজ । ট্রলি লাইনের কাছে ভেঙেছে বাঁধ । এখনও মেরামতির কাজ শুরু করা যায়নি ।

ভয়াল রূপ তোর্সার
author img

By

Published : Jul 12, 2019, 11:33 PM IST

Updated : Jul 12, 2019, 11:40 PM IST

আলিপুরদুয়ার, 12 জুলাই : টানা বৃষ্টির জের । আজ দুপুরে ভয়ঙ্কর রূপ ধারণ করল তোর্সা নদী । ভুটান পাহাড়ে অতিভারী বৃষ্টির জেরে তোর্সা নদীর ভাঙনে নদীগর্ভে ইতিমধ্যেই বিলীন হয়েছে পাঁচটি পাকা বাড়ি । আরও দশটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা । ঘটনাস্থানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । শুরু হয়েছে উদ্ধারকাজ । ট্রলি লাইনের কাছে তোর্সা নদীর বাঁধ ভেঙেছে । তবে এখনও মেরামতির কাজ শুরু হয়নি । খুব দ্রুত তা শুরু করা হবে বলে জানিয়েছেন জলদাপাড়া বনবিভাগের DFO ।

কালচিনি ব্লকের সীমান্ত শহর জয়গাঁর তলাবস্তি এলাকার দশটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান থেকে নেমে আসা তোর্সা নদী । ভুটানেও লাগাতার বৃষ্টির জেরে তোর্সার জলস্ফীতি আরও বেড়েছে । আগামী 24 ঘণ্টায় যদি ভারী বৃষ্টিপাত হলে আলিপুরদুয়ারে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ।

তোর্সা নদীর জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া বনবিভাগের তিতির জঙ্গলে । ট্রলি লাইন সংলগ্ন ওই এলাকায় প্রায় 200 মিটার মাটির বাঁধ ভেঙে যাওয়ার জন্য প্রকৃত গতিপথের পরিবর্তন হয়েছে । তিতির জঙ্গল দিয়ে বইতে শুরু করেছে তোর্সা । ফলে টোটোপাড়া-বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বল্লালগুড়ি ও মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে । বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিতির জঙ্গলের অসংখ্য পশুপাখির ।

দেখুন তোর্সার ভয়াল রূপ

তোর্সার জল আরও বাড়লে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এশিয়ান হাইওয়ে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটের রেলপথের । কিন্তু ট্রলি লাইনের ওই এলাকা বনবিভাগের আওতায় রয়েছে । তাই আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও সেচবিভাগের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । বাঁধ ভাঙার বিষয়ে জলদাপাড়া বনবিভাগের DFO কুমার বিমল জানিয়েছেন, ট্রলি লাইনের কাছে তোর্সা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আমরাও উদ্বিগ্ন । যাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়, তা নিয়ে সয়েল কনজারভেশন অথরিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

আলিপুরদুয়ার, 12 জুলাই : টানা বৃষ্টির জের । আজ দুপুরে ভয়ঙ্কর রূপ ধারণ করল তোর্সা নদী । ভুটান পাহাড়ে অতিভারী বৃষ্টির জেরে তোর্সা নদীর ভাঙনে নদীগর্ভে ইতিমধ্যেই বিলীন হয়েছে পাঁচটি পাকা বাড়ি । আরও দশটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা । ঘটনাস্থানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । শুরু হয়েছে উদ্ধারকাজ । ট্রলি লাইনের কাছে তোর্সা নদীর বাঁধ ভেঙেছে । তবে এখনও মেরামতির কাজ শুরু হয়নি । খুব দ্রুত তা শুরু করা হবে বলে জানিয়েছেন জলদাপাড়া বনবিভাগের DFO ।

কালচিনি ব্লকের সীমান্ত শহর জয়গাঁর তলাবস্তি এলাকার দশটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান থেকে নেমে আসা তোর্সা নদী । ভুটানেও লাগাতার বৃষ্টির জেরে তোর্সার জলস্ফীতি আরও বেড়েছে । আগামী 24 ঘণ্টায় যদি ভারী বৃষ্টিপাত হলে আলিপুরদুয়ারে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ।

তোর্সা নদীর জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া বনবিভাগের তিতির জঙ্গলে । ট্রলি লাইন সংলগ্ন ওই এলাকায় প্রায় 200 মিটার মাটির বাঁধ ভেঙে যাওয়ার জন্য প্রকৃত গতিপথের পরিবর্তন হয়েছে । তিতির জঙ্গল দিয়ে বইতে শুরু করেছে তোর্সা । ফলে টোটোপাড়া-বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বল্লালগুড়ি ও মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে । বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিতির জঙ্গলের অসংখ্য পশুপাখির ।

দেখুন তোর্সার ভয়াল রূপ

তোর্সার জল আরও বাড়লে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এশিয়ান হাইওয়ে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটের রেলপথের । কিন্তু ট্রলি লাইনের ওই এলাকা বনবিভাগের আওতায় রয়েছে । তাই আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও সেচবিভাগের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । বাঁধ ভাঙার বিষয়ে জলদাপাড়া বনবিভাগের DFO কুমার বিমল জানিয়েছেন, ট্রলি লাইনের কাছে তোর্সা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আমরাও উদ্বিগ্ন । যাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়, তা নিয়ে সয়েল কনজারভেশন অথরিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

Intro:আলিপুরদুয়ারঃ-শুক্রবার দুপুরে আচমকাই রুদ্র রূপ ধারণ করেছে করলো তোর্ষা নদী।ভূটান পাহাড়ে অবিরাম অতিভারী বর্ষনের জেরে তোর্ষা নদীর ভাঙ্গনে নদীর গর্ভে ইতিমধ্যেই পুরোপুরি বিলিন হয়েছে ৫ টি পাকা বাড়ি।আরও ১০ টি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

Body:বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা জয়গায় উদ্ধারের কাজ শুরু করেছে।জেলা সেচ দফতরের আশংখা ভুটান পাহাড়ে এই ধরনের বৃষ্টি চলতে থাকলে আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হবে।

কালচিনি ব্লকের সীমান্ত শহর জয়গাঁর তলাবস্তী এলাকার দশটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে ।গত চব্বিশ ঘন্টার ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান থেকে নেমে আসা তোর্সা নদী।প্রতিবেশী দেশ ভুটানে লাগাতার বৃষ্টির কারনে তোর্সার জলস্ফীতি আরও বেড়েছে।আগামী চব্বিশ ঘন্টায় যদি একই ধরনের বৃষ্টিপাত জারি থাকে তবে আলিপুরদুয়ার জেলায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও তোর্সা নদীর জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া বনবিভাগের তিতির জঙ্গলে।ট্রলি লাইন সংলগ্ন ওই এলাকায় প্রায় দুশো মিটার মাটির বাঁধ ভেঙে যাওয়ার দরুন প্রকৃত গতি পথের পরিবর্তে তিতির জঙ্গল দিয়ে বইতে শুরু করেছে তোর্সা নদী।ফলে টোটোপাড়া-বল্লালগুড়ি গ্রামপঞ্চায়েতের বল্লালগুড়ি ও মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিতির জঙ্গলের অসংখ্য বন্যপ্রাণের।

শুধু তাই নয়, তোর্সার জল আরও বাড়লে ক্ষতিগ্রস্থ হতে পারে এশিয়ান হাইওয়ে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটের রেলপথ।কিন্তু ট্রলি লাইনের ওই এলাকা বনদপ্তরের আওতায় থাকায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা।

Conclusion:বাঁধ ভাঙার বিষয়ে জলদাপাড়া বনবিভাগের ডিএফও কুমার বিমল জানিয়েছেন "ট্রলি লাইনের কাছে তোর্সা নদীর বাঁধ ভেঙে য়াওয়ার বিষয়ে আমরাও উদ্বিগ্ন। যাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়,তা নিয়ে সয়েল কনজার্ভেশন অথরিটির সাথে যোগাযোগ করা হয়েছে।"




Last Updated : Jul 12, 2019, 11:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.